কালীগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৪০ আহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৮: ০৩

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। কুকুরের কামড়ে আহতদের কালীগঞ্জ, ঝিনাইদহ ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব রোগীদের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
 
আজ সোমবার সকালে উপজেলার রায়গ্রাম থেকে প্রথমে সাদা রঙের একটি কুকুর কামড়ানো শুরু করে। এরপর পথচারী, দোকানি, স্কুলছাত্রী ও শিশুদের কামড়াতে থাকে। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে দৌড়ে কালীগঞ্জ পৌর শহরের বলিদাপাড়া, নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের বিভিন্ন এলাকায় যায়। সেখানকার বাসিন্দাদের কামড়িয়ে জখম করে। 

হাসপাতালে ভর্তি শহরের বলিদাপাড়ার রাখি বেগম নামে এক গৃহবধূ বলেন, ‘সকালে আমি বাড়ির পাশে কাজ করছিলাম। হঠাৎ একটি কুকুর এসে আমার ওপর হামলে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আমার হাত কামড়ে ধরে। আমি অনেক চেষ্টা করেও কুকুরটিকে ছাড়াতে পারছিলাম না। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় আমি মুক্ত হই।’ 
 
হাসপাতালে চিকিৎসাধীন কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত কুমার কালু বলেন, বেলা ১১টার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে আসা মাত্রই একটি কুকুর আমার পায়ে কামড়ে ধরে। অনেক চেষ্টা করেও ছাড়ানো যাচ্ছিল না। এ সময় আমি নিজেই কুকুরের মুখের মধ্যে দুই হাত দিয়ে ছাড়িয়ে নিই। এ সময় কুকুরের দাঁতে আমার দুই হাতের ছয়টি আঙুল ক্ষতিগ্রস্ত হয়। 
 
কালীগঞ্জ শহরের সংরক্ষিত কাউন্সিলর শামছুন্নাহার বীনা জানান, তাঁর এলাকায় প্রায় ১০ জনের মতো নারী-পুরুষকে কুকুরে কামড়িয়েছে। তিনি আহতদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসায় সহযোগিতা করেছেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, কুকুরে কামড়ানো অবস্থায় দুপুর পর্যন্ত ১৭ জন রোগী ভর্তি হয়েছে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরে কামড়ানোর দাগ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে। সবাইকে বাড়িতে পাঠিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া দুজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুকুরে কামড়ানো রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। 
 
এর আগে ৩০ মে জেলার শৈলকুপা উপজেলা শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১৪ জন জখম হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত