মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ডুবে যাওয়ার প্রায় চার মাস পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) পন্টুনটির উত্তোলন কাজ শুরু হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি উদ্ধার কাজ শুরু হয়। তবে পন্টুনটিকে নদী থেকে পুরোপুরি উদ্ধারের আগেই প্রায় অর্ধকোটি টাকার মূল্যবান যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল লোপাট হয়েছে বলে অভিযোগ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মোংলা নদীতে এ পন্টুনটি ডুবে যায়। চলতি মাসে উদ্ধার কাজ সম্পন্ন হলে ঝুঁকিমুক্ত হবে মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক বঙ্গবন্ধু নৌ-ক্যানেলে কার্গো-লাইটার জাহাজসহ নৌ চলাচল।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মোংলা কুমারখালীর পরিত্যক্ত স্টিমার ঘাটের পন্টুনটি ঘষিয়াখালী আন্তর্জাতিক বঙ্গবন্ধু নৌ-ক্যানেলটির মাঝখানে শিকল ছিঁড়ে ডুবে যায়। মোংলা সমুদ্র বন্দর হয়ে ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক এ চ্যানেলটি দিয়ে কার্গো-লাইটার ও বড় গ্যাসের জাহাজ এবং পণ্য বোঝাই নৌযান ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে।
এ অবস্থায় ডুবন্ত এ পন্টুনটি তুলতে গত বছরের ২১ ডিসেম্বর দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গত ১২ ফেব্রুয়ারি বিআইডব্লিউটিএ আদেশের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভ্যাটসহ ৬০ লাখ ৬৩ হাজার টাকা ধার্য করে ঢাকার মেসার্স আনফিল্লা ট্রেডার্স নামের এক কোম্পানিকে পন্টুনটি উত্তোলন করে দ্রুত চ্যানেলটি নৌযান চলাচলে ঝুঁকিমুক্ত করার কাজের দায়িত্ব দেওয়া হয়। এরপর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে উদ্ধার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনফিল্লা ট্রেডার্স।
এদিকে অভিযোগ উঠেছে, কাজ শুরুর আগে স্টিমার ঘাটটির প্রায় অর্ধকোটি টাকার মূল্যবান সরকারি যন্ত্রাংশ, পিলার, সিঁড়ি, শিকল ও অ্যাংকারসহ অন্যান্য মালামাল গোপনে কেটে নিয়ে গেছে একটি চোর গ্রুপের সদস্যরা। এ ঘটনা স্থানীয়দের নজরে আসায় বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানালে যন্ত্রাংশগুলো উদ্ধারের জন্য মোংলা থানায় অভিযোগ দায়ের করেন বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মো. সামছুল হক।
মালামালের আংশিক কেটে নেওয়ার তথ্য স্বীকার করে মেসার্স আনফিল্লা ট্রেডার্সের পরিচালক মো. বেলাল হোসাইন বলেন, ‘কর্মস্থল থেকে যারাই এ মালামালগুলো কেটে নিয়েছে এর জন্য সরকারিভাবে যে দায়ভার আসে, তা আমরা বহন করব।’ এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
তবে এ ছাড়া গত ২৩ ফেব্রুয়ারি রাতসহ অন্যান্য সময় যে মালামাল লোপাট হয়েছে সে সম্পর্কে তাদের প্রতিষ্ঠান কোনো দায় দায়িত্ব নেবেন না বলেও জানান বেলাল হোসাইন।
বিআইডব্লিউটিএ বরিশাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মো. সামছুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যে যন্ত্রাংশ নিয়েছে; তার জামানত থেকে টাকা কেটে রাখা হবে। পাচার হওয়া অন্যান্য মালামালের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া থানায় দেওয়া অভিযোগের মাধ্যমে আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু নৌ-ক্যানেলের মোংলা নদীতে ডুবন্ত পন্টুনটির মালামাল লোপাটের ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি একটি অভিযোগ পাওয়া গেছে। এর তদন্তও চলছে। মালামাল উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডুবে যাওয়ার প্রায় চার মাস পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) পন্টুনটির উত্তোলন কাজ শুরু হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি উদ্ধার কাজ শুরু হয়। তবে পন্টুনটিকে নদী থেকে পুরোপুরি উদ্ধারের আগেই প্রায় অর্ধকোটি টাকার মূল্যবান যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল লোপাট হয়েছে বলে অভিযোগ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
এর আগে গত বছরের ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মোংলা নদীতে এ পন্টুনটি ডুবে যায়। চলতি মাসে উদ্ধার কাজ সম্পন্ন হলে ঝুঁকিমুক্ত হবে মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক বঙ্গবন্ধু নৌ-ক্যানেলে কার্গো-লাইটার জাহাজসহ নৌ চলাচল।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মোংলা কুমারখালীর পরিত্যক্ত স্টিমার ঘাটের পন্টুনটি ঘষিয়াখালী আন্তর্জাতিক বঙ্গবন্ধু নৌ-ক্যানেলটির মাঝখানে শিকল ছিঁড়ে ডুবে যায়। মোংলা সমুদ্র বন্দর হয়ে ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক এ চ্যানেলটি দিয়ে কার্গো-লাইটার ও বড় গ্যাসের জাহাজ এবং পণ্য বোঝাই নৌযান ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে।
এ অবস্থায় ডুবন্ত এ পন্টুনটি তুলতে গত বছরের ২১ ডিসেম্বর দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গত ১২ ফেব্রুয়ারি বিআইডব্লিউটিএ আদেশের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভ্যাটসহ ৬০ লাখ ৬৩ হাজার টাকা ধার্য করে ঢাকার মেসার্স আনফিল্লা ট্রেডার্স নামের এক কোম্পানিকে পন্টুনটি উত্তোলন করে দ্রুত চ্যানেলটি নৌযান চলাচলে ঝুঁকিমুক্ত করার কাজের দায়িত্ব দেওয়া হয়। এরপর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে উদ্ধার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনফিল্লা ট্রেডার্স।
এদিকে অভিযোগ উঠেছে, কাজ শুরুর আগে স্টিমার ঘাটটির প্রায় অর্ধকোটি টাকার মূল্যবান সরকারি যন্ত্রাংশ, পিলার, সিঁড়ি, শিকল ও অ্যাংকারসহ অন্যান্য মালামাল গোপনে কেটে নিয়ে গেছে একটি চোর গ্রুপের সদস্যরা। এ ঘটনা স্থানীয়দের নজরে আসায় বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানালে যন্ত্রাংশগুলো উদ্ধারের জন্য মোংলা থানায় অভিযোগ দায়ের করেন বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মো. সামছুল হক।
মালামালের আংশিক কেটে নেওয়ার তথ্য স্বীকার করে মেসার্স আনফিল্লা ট্রেডার্সের পরিচালক মো. বেলাল হোসাইন বলেন, ‘কর্মস্থল থেকে যারাই এ মালামালগুলো কেটে নিয়েছে এর জন্য সরকারিভাবে যে দায়ভার আসে, তা আমরা বহন করব।’ এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
তবে এ ছাড়া গত ২৩ ফেব্রুয়ারি রাতসহ অন্যান্য সময় যে মালামাল লোপাট হয়েছে সে সম্পর্কে তাদের প্রতিষ্ঠান কোনো দায় দায়িত্ব নেবেন না বলেও জানান বেলাল হোসাইন।
বিআইডব্লিউটিএ বরিশাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মো. সামছুল হক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যে যন্ত্রাংশ নিয়েছে; তার জামানত থেকে টাকা কেটে রাখা হবে। পাচার হওয়া অন্যান্য মালামালের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া থানায় দেওয়া অভিযোগের মাধ্যমে আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু নৌ-ক্যানেলের মোংলা নদীতে ডুবন্ত পন্টুনটির মালামাল লোপাটের ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি একটি অভিযোগ পাওয়া গেছে। এর তদন্তও চলছে। মালামাল উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে