চুয়াডাঙ্গা প্রতিনিধি
পাঁচ রেলশ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে চুয়াডাঙ্গা স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রেলওয়েতে কর্মরত শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন রেলওয়ের কর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিলেন ২০-২৫ জন রেলশ্রমিক। এ সময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাল ব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা নিচে পানিতে লাফ দেন, আবার ট্রেন থেকেও ঝাঁপিয়ে পড়েন কিছু যাত্রী। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখেন চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় আট ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। পরে ট্রেনচালককে মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের পাঁচ শ্রমিককে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবারে সকাল থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান নেন কর্মরত রেলশ্রমিকেরা। এ সময় তাঁরা লাইন ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন অবরোধের হুমকি দেন। পরে স্থানীয় প্রশাসন ও রেলের কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, রেললাইনের সংস্কার করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই কাজ থেকে প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। এই পাঁচ শ্রমিককে আবার পুনর্বহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বেলা ১১টা থেকে কিছু শ্রমিক স্টেশন এলাকায় অবস্থান নেন। তাঁদের আন্দোলনে কোনো ট্রেন কিংবা যাত্রীর ভোগান্তি হয়নি। পরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে স্টেশনে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা হয়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন। স্টেশন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
পাঁচ রেলশ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে চুয়াডাঙ্গা স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রেলওয়েতে কর্মরত শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন রেলওয়ের কর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিলেন ২০-২৫ জন রেলশ্রমিক। এ সময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাল ব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা নিচে পানিতে লাফ দেন, আবার ট্রেন থেকেও ঝাঁপিয়ে পড়েন কিছু যাত্রী। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখেন চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় আট ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। পরে ট্রেনচালককে মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের পাঁচ শ্রমিককে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবারে সকাল থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান নেন কর্মরত রেলশ্রমিকেরা। এ সময় তাঁরা লাইন ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন অবরোধের হুমকি দেন। পরে স্থানীয় প্রশাসন ও রেলের কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, রেললাইনের সংস্কার করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই কাজ থেকে প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। এই পাঁচ শ্রমিককে আবার পুনর্বহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বেলা ১১টা থেকে কিছু শ্রমিক স্টেশন এলাকায় অবস্থান নেন। তাঁদের আন্দোলনে কোনো ট্রেন কিংবা যাত্রীর ভোগান্তি হয়নি। পরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে স্টেশনে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা হয়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন। স্টেশন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
৮ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১৮ মিনিট আগেভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন আজ রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।
১৯ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছেন তারা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
২২ মিনিট আগে