খুবি প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে ‘নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ কর, বন্ধ কর’, ‘জননিরাপত্তা নিশ্চিত কর’–এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সম্প্রতি সারা দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি করেছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষণীয়। তাঁরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকেন, তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’
ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।’
এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে ‘নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ কর, বন্ধ কর’, ‘জননিরাপত্তা নিশ্চিত কর’–এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে শিক্ষার্থীরা সমাবেশ করেন। এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সম্প্রতি সারা দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার সৃষ্টি করেছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুন্না হোসেন বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবণতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষণীয়। তাঁরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকেন, তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’
ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।’
এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে রাতের আঁধারে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিন যুগেরও বেশি সময় থাকা একটি দোকানকে সরিয়ে রাস্তায় ফেলে রেখে আরও একটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগেবরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণের কাজ নতুন করে গতি পাচ্ছে। ব্রেকওয়াটার, নেভিগেশন অ্যাকসেস চ্যানেল তৈরি এবং রেল ও সড়ক সংযোগসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মতো বড় তিনটি কাজকে একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগেভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমির বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হত্যার ঘটনায় বুধবার (২ এপ্রিল) সকালে মামলা করা হয়েছে। নিহত জামাল উদ্দিনের ছেলে লিটন বাদী হয়ে ২১ জনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। এদিকে বিএনপি নেতা হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার...
৭ ঘণ্টা আগে