মাগুরায় হত্যা মামলার ২১ বছর পর তিন আসামিকে ফাঁসির আদেশ

মাগুরা প্রতিনিধি
Thumbnail image

মাগুরার শালিখায় কৃষক সাহেব আলী হত্যা মামলার ২১ বছর পর তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া তিন আসামি হচ্ছেন শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আব্দুস সবুর, হাবিবুর ও বুলু মিয়া। দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মশিউর রহমান।

পিপি মশিউর জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের সাহেব আলী মাঠে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। এ সময় কোটভাগ কমিউনিটি প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন সাহেব আলীর বাবা আমজাদ আলী বিশ্বাস ৩৬ জনকে আসামি করে শালিখা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে মামলার সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। পরে উভয় পক্ষের সাক্ষী ও যুক্তিতর্ক শেষে আদালত আজ দুপুরে সাহেব আলী হত্যা মামলায় আসামিদের উপস্থিতিতে শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আব্দুস সবুর, হাবিবুর, ও বুলু মিয়াকে ফাঁসির আদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে বলে জানান পিপি মশিউর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত