বেনাপোল (যশোর) প্রতিনিধি
বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।
এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।
সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।
র্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।
বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।
এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।
সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।
র্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।
জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়কের মুন্দাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেকোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৭ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৭ ঘণ্টা আগে