কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মদিন ছিল আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আজ সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের বসতভিটায় মঞ্চস্থ নাটক ‘জমিদার-দর্পণ’।
এর মধ্য দিয়েই আজ শেষ হয় মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্ম দিন ঘিরে আয়োজিত ২ দিনের অনুষ্ঠানমালার। এর আগে আজ বিকেল ৪টার দিকে শুরু সমাপনী দিনের আলোচনা সভা। আলোচনা সভা শেষে মীর মশারফের জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার মীর মশাররফ হোসেনের উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মো. আরিফ-উজ-জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, বিশিষ্ট কবি সৈয়দ আবদুস সাদিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর।
আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধনী দিনের বিকেলে আলোচনা সভা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মদিন ছিল আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। আজ সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের বসতভিটায় মঞ্চস্থ নাটক ‘জমিদার-দর্পণ’।
এর মধ্য দিয়েই আজ শেষ হয় মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্ম দিন ঘিরে আয়োজিত ২ দিনের অনুষ্ঠানমালার। এর আগে আজ বিকেল ৪টার দিকে শুরু সমাপনী দিনের আলোচনা সভা। আলোচনা সভা শেষে মীর মশারফের জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার মীর মশাররফ হোসেনের উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মো. আরিফ-উজ-জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার সরকার, বিশিষ্ট কবি সৈয়দ আবদুস সাদিক, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর।
আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধনী দিনের বিকেলে আলোচনা সভা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৮ ঘণ্টা আগে