আগে যাওয়া নিয়ে দুর্ঘটনায় পড়ে শিক্ষাসফরের বাসটি

যশোর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৪
Thumbnail image

ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় যশোরের একটি শিক্ষাসফরের বাস গতকাল বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। আহত হয়ছেন ৩৫ জন। এ সময় শিক্ষাসফরের বহরে তিনটি বাস ছিল। দুর্ঘটনাকবলিত বাসটি অন্য দুটি বাসকে বারবার ওভারটেক করছিল। দুর্ঘটনার সময় বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের মধ্যে কেউ ঘুমাচ্ছিল আবার কেউ গানের তালে নাচছিল।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস  দুর্ঘটনায় বেঁচে যাওয়া অজয় ভৌমিক আজ শুক্রবার যশোর জেনারেল হাসাপাতালের বেডে শুয়ে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন দুর্ঘটনার। তিনি দুর্ঘটনাকবলিত ওই বাসের মাঝের দিকে থাকায় প্রাণে বেঁচে যান।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় একটি শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হন। নিহতরা হলেন বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস ও বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাস। নিহতদের আজ সকালে ধর্মীয় আচার রীতি অনুয়ায়ী সৎকার সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৫ জন। আহতদের গোপালগঞ্জের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর জেলা হাসপাতাল ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে কয়েকজনের অবস্থার অবনতি হলে ঢাকা ও খুলনায় পাঠানো হয়।

নবম শ্রেণির শিক্ষার্থী অজয় ভৌমিক আরও বলেন, লাল রঙের বাসটিতে কোনো মেয়ে ছিল না। বিভিন্ন ক্লাসের ছাত্র ও তিন থেকে চারজন স্যার ছিলেন।  তার মধ্যে আমাদের বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস ও বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাস স্যার বাসের প্রথম সিটে বসেছিলেন। তার দুই সিট পেছনে আমি আর আমার বন্ধু স্বপ্ন বিশ্বাস। স্বপ্ন ঘুমিয়ে ছিল। আর আমি জেগে ছিলাম। দুর্ঘটনার আগে অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা। আমার সামনের দুজন মারা গেছে। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। 

দশম শ্রেণির ছাত্র অনিক বিশ্বাস বলে, ‘তিনটি বাসই পরপর যাচ্ছিল। মাঝেমধ্যে একে অন্যের আগে-পরে যাওযার প্রতিযোগিতা লক্ষ করেছি। দুর্ঘটনায় পড়ার পরে পেছনের বাস দুটিতে থাকা স্যারেরা আমাদের উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় যশোর হাসপাতালে এনেছিল শুনেছি।’

আহত ৩৫ জনের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ২৫ জন, গোপালগঞ্জের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন আর খুলনা ও ঢাকায় চারজন রয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। 

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, যশোরে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজনকে আইসিইউতে এবং বাকি চারজনকে ঢাকা ও খুলনায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের বেশি সমস্যা না। 

আইসিইউতে থাকা আপন বিশ্বাসের মা ইরা বিশ্বাস জানান, তাঁর ছেলে নবম শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার অনেক আনন্দ করে বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। ছেলেটা ছোট বলে খুব আদরের। সেই ছেলেটা এখন আইসিইউতে। আনন্দ করতে গিয়ে এখন বিষাদে পরিণত হয়েছে তাঁর জীবন।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায় বলেন,  ‘আহতদের সবার খবর নেওয়া হচ্ছে। আসলে এই দুর্ঘটনা কারও কাম্য ছিল না। সবাই দিনভর আনন্দ করেছিলাম। রাতে বিদ্যালয়ে ফেরার পথে একটি বাস আরেকটি বাসকে অভারটেকের সময় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় শেকাহত।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল বলেন, ‘বৃহস্পতিবার সকালে তিনটি বাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শিক্ষাসফরে যায় দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অফিস স্টাফরা। সারা দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পরে সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় আমরা শোকাহত। 

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘দুর্ঘটনাকবলিত সব শিক্ষার্থীর চিকিৎসার কোনো অসুবিধা হবে না। চিকিৎসার যাবতীয় অর্থ ও সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। এ ঘটনায় আমরা শোকাহত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত