Ajker Patrika

দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসব শুরু যশোরে

যশোর প্রতিনিধি
দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসব শুরু যশোরে

দেশ ও বিদেশের কবি-সাহিত্যিকদের মিলনমেলার মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসব। আজ শুক্রবার সকালে শহরের রামনগরে অবস্থিত আরআরএফ টার্কে এ উৎসব শুরু হয়।

উৎসবে উদ্বোধন করেন দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সাবেক সভাপতি ও মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ হারুন উর-রশিদ।

পূর্বপশ্চিম পত্রিকার সম্পাদক আশরাফ জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, হোসেনউদ্দিন হোসেন, কবি আসান মান্নান ও কবি জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন নেপালের সাহিত্যিক ভীশ্মা উপ্রেত। সম্পাদকের বক্তব্য রাখেন অমিত গোস্বামী ও ইকবাল রাশেদীন।

স্বাগত বক্তব্য দেন পূর্বপশ্চিমের নির্বাহী সম্পাদক খায়রুল কবীর চঞ্চল। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পূর্বপশ্চিম বাংলাভাষার শিল্প-সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করছে। বাংলাদেশ-ভারতে নিয়মিত পত্রিকা প্রকাশ ও সাহিত্য উৎসবের আয়োজন করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উপস্থিত ছিলেন কবি মতিন বৈরাগী, শিশুসাহিত্যিক শ ম শামসুল আলম, কবি ফিরোজ আহমেদ, পূর্বপশ্চিমের ব্যবস্থাপনা সম্পাদক কবি উজ্জ্বল চৌধুরী, কবি সৈয়দ আহসান কবীর, শিশুসাহিত্যিক মিলন রহমান, কবি আরশি গাইন, গল্পকার মামুন আজাদ প্রমুখ।

উদ্বোধনী পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে কবিতা পাঠ অনুষ্ঠান, তৃতীয় অধিবেশনে গল্প পাঠ, অপরাহ্ণের চতুর্থ অধিবেশনে কবিতা পাঠ, পঞ্চম অধিবেশনে সাহিত্য-রাজনীতি বন্ধে লিটল ম্যাগাজিনের ভূমিকা’ শীর্ষক আলোচনা হয়। এদিকে সন্ধ্যায় ষষ্ঠ অধিবেশনে ইসলাম আবৃত্তি, সন্ধ্যার পর সপ্তম অধিবেশনে ছোটগল্পের ভবিষ্যৎ, অষ্টম অধিবেশনে কবিতা পাঠ ও শেষে বাউল সংগীত পরিবেশিত হয়।

আয়োজকেরা জানান, এই উৎসবে চারজনকে পূর্বপশ্চিম সাহিত্য সম্মাননা ২০২২ এবং তিনজনকে পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ২০২২ দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত