মনিরামপুরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের মনিরামপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল গফ্ফার নামের এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কুয়াদা বাজারসংলগ্ন একটি পুকুর পাড়ের আমগাছে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আব্দুল গফ্ফার যশোর সদর উপজেলার বাজুয়াডাঙা গ্রামের সৈয়দ আলীর ছেলে।

ভ্যানচালকের ছেলে রিপন হোসেন বলেন, ‘দীর্ঘদিন মায়ের সঙ্গে বাবার সম্পর্ক নেই। বাবা বাজুয়াডাঙা গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভ্যান চালিয়ে দিন চলত তাঁর। আমি ডহরসিংহ গ্রামে বাড়ি করে মাকে নিয়ে থাকি।’

রিপন বলেন, ‘পৃথক থাকলেও বাবার সঙ্গে আমার যোগাযোগ ছিল। তিনি আমার সঙ্গে কুয়াদা বাজারে এসে দেখা করতেন। গত শনিবার সন্ধ্যায় বাবা আমার সঙ্গে দেখা করেন। তখন তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তাতে মনে হয়েছে, বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।’

রিপন হোসেন আরও বলেন, ‘আমি বাবাকে ডাক্তার দেখানোর উদ্যোগ নিচ্ছিলাম। কিন্তু শনিবার সন্ধ্যার পর থেকে আর তাঁর দেখা পাইনি। ভেবেছি, হয়তো কোথাও গেছেন, চলে আসবেন। এ জন্য বিষয়টি আত্মীয়স্বজন বা পুলিশকে জানাইনি। আজ দুপুরে শুনি, আমগাছে বাবার লাশ ঝুলছে।’

প্রত্যক্ষদর্শী শামিম হোসেন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুয়াদা বাজারের পাশে আব্দুল মান্নানের পুকুর পাড়ে আমগাছে ঝুলন্ত লাশ দেখে বাক প্রতিবন্ধী এক নারী চিৎকার করছিলেন। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি, গলায় গামছা প্যাঁচানো এক ব্যক্তির লাশ। পচে লাশ থেকে গন্ধ ছড়াচ্ছে। পরে মনিরামপুর থানায় খবর দিলে সেখানে পুলিশ আসে।’

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৭ জুলাই থেকে ভ্যানচালককে এলাকায় দেখা যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত