ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের বিসিক পাড়ায় ঘুমের ওষুধ খাইয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে প্রতারক। আজ বুধবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রতারক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
হাসপাতালে ভর্তি রোগীর স্বজনেরা জানান, গতকাল বিকেলে জেলা সদরের বিসিক পাড়ায় মনিরুল ইসলাম মুকুল তাঁর বন্ধু পরিচয়ে এক ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসেন। পরে ওই ব্যক্তি গভীর রাতে পরিবারের সদস্যদের নানা ছলনা করে পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন। সবাই ঘুমিয়ে পড়লে ওই প্রতারক তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এরপর আজ দুপুরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ, শারমিন, সুমাইয়া, রাশিদা ও ফাহিমকে হাসপাতালে নিয়ে যায়।
অসুস্থ সুমাইয়া জানান, ‘রাতে বাবার সঙ্গে কবিরাজমতো এক ব্যক্তি আসে। তখন বাবা তাকে বন্ধু বলে পরিচয় দেয়। এরপর সারা দিন ও রাতে ওই ব্যক্তি আব্বুর সাথেই ছিল। রাত ১২টার দিকে সে আমাদের বলে, তোমার আব্বুর কী যেন হয়েছে, তোমার আব্বুকে যদি বাঁচাতে চাও, তাহলে সবাই খাটের ওপরে ওঠো। এরপর মোমবাতি জ্বালিয়ে বলে, যতক্ষণ এইটা জ্বলবে তোমরা নামবা না। পরে সে কলা, বাতাশা, চিনি ও পানি দিয়ে চটকিয়ে আমাদের খাওয়ায়। এরপর আমরা ঘুমিয়ে যাই। পরে আর কী হয়েছে জানি না।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতারক চক্রের সদস্য হিসেবেই ওই ব্যক্তি এমনটি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া জানান, তাদের ঘুমের ওষুধ খাওয়ানোর কারণে এমনটি হয়েছে। বর্তমানে সম্পূর্ণ শঙ্কামুক্ত তারা। তবে ১২ ঘণ্টা পার হলে স্বাভাবিক অবস্থায় আসবে।
ঝিনাইদহ সদরের বিসিক পাড়ায় ঘুমের ওষুধ খাইয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে প্রতারক। আজ বুধবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রতারক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
হাসপাতালে ভর্তি রোগীর স্বজনেরা জানান, গতকাল বিকেলে জেলা সদরের বিসিক পাড়ায় মনিরুল ইসলাম মুকুল তাঁর বন্ধু পরিচয়ে এক ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসেন। পরে ওই ব্যক্তি গভীর রাতে পরিবারের সদস্যদের নানা ছলনা করে পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন। সবাই ঘুমিয়ে পড়লে ওই প্রতারক তাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এরপর আজ দুপুরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ, শারমিন, সুমাইয়া, রাশিদা ও ফাহিমকে হাসপাতালে নিয়ে যায়।
অসুস্থ সুমাইয়া জানান, ‘রাতে বাবার সঙ্গে কবিরাজমতো এক ব্যক্তি আসে। তখন বাবা তাকে বন্ধু বলে পরিচয় দেয়। এরপর সারা দিন ও রাতে ওই ব্যক্তি আব্বুর সাথেই ছিল। রাত ১২টার দিকে সে আমাদের বলে, তোমার আব্বুর কী যেন হয়েছে, তোমার আব্বুকে যদি বাঁচাতে চাও, তাহলে সবাই খাটের ওপরে ওঠো। এরপর মোমবাতি জ্বালিয়ে বলে, যতক্ষণ এইটা জ্বলবে তোমরা নামবা না। পরে সে কলা, বাতাশা, চিনি ও পানি দিয়ে চটকিয়ে আমাদের খাওয়ায়। এরপর আমরা ঘুমিয়ে যাই। পরে আর কী হয়েছে জানি না।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতারক চক্রের সদস্য হিসেবেই ওই ব্যক্তি এমনটি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া জানান, তাদের ঘুমের ওষুধ খাওয়ানোর কারণে এমনটি হয়েছে। বর্তমানে সম্পূর্ণ শঙ্কামুক্ত তারা। তবে ১২ ঘণ্টা পার হলে স্বাভাবিক অবস্থায় আসবে।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২৬ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৩০ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৩৪ মিনিট আগে