দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাকির মোল্লা নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে অপর পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের কল্যাণপুর এলাকার সাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার উপপরিদর্শক চিরঞ্জীত মণ্ডল।
নিহত জাকির মোল্লা (৪৫) হোগলবাড়ী ইউনিয়নের কল্যাণপুর এলাকার সাহপুর গ্রামের আরব মণ্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাকির মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবু মণ্ডলের লোকদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে জাকির মোল্লার প্রতিপক্ষের লোকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লার মৃত্যু হয়। এর জেরে নিহতের স্বজনেরা আবু মণ্ডলের লোকদের বাড়িতে আগুন দেয়। পরে আগুন নিয়ন্ত্রণ আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল পরিদর্শন করা দৌলতপুর থানার উপপরিদর্শক চিরঞ্জীত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নিহতের স্বজনেরা অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন আগুন নিয়ন্ত্রণে।
ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লাশ থানায় নেওয়া হয়েছে। বাকি সব আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাকির মোল্লা নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে অপর পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের কল্যাণপুর এলাকার সাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানার উপপরিদর্শক চিরঞ্জীত মণ্ডল।
নিহত জাকির মোল্লা (৪৫) হোগলবাড়ী ইউনিয়নের কল্যাণপুর এলাকার সাহপুর গ্রামের আরব মণ্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাকির মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবু মণ্ডলের লোকদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে জাকির মোল্লার প্রতিপক্ষের লোকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লার মৃত্যু হয়। এর জেরে নিহতের স্বজনেরা আবু মণ্ডলের লোকদের বাড়িতে আগুন দেয়। পরে আগুন নিয়ন্ত্রণ আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল পরিদর্শন করা দৌলতপুর থানার উপপরিদর্শক চিরঞ্জীত মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নিহতের স্বজনেরা অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন আগুন নিয়ন্ত্রণে।
ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লাশ থানায় নেওয়া হয়েছে। বাকি সব আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১১ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১৩ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
১৭ মিনিট আগে