খুলনা প্রতিনিধি
হাতে আর মাত্র দুই দিন সময় থাকলেও খুলনায় এখনো জমে ওঠেনি পশুর হাট। ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার পশুর দাম অনেক চড়া। ফলে সামর্থ্যের মধ্যে পশু কিনতে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে।
আজ সোমবার খুলনা মহানগরীর জোড়াগেট কোরবানির পশুর হাটে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপস্থিতি অনেকটা কম। যারা আসছেন, তাঁরা দাম শুনে কিছুটা বিচলিত হচ্ছেন। সামর্থ্যের মধ্যে পাচ্ছে না পশু।
জোড়াগেট হাটে গরু কিনতে আসা মো. আজমল হোসেন জানান, তাঁর বাজেট এক লাখ টাকা। এই টাকার মধ্যে যে গরু পাচ্ছেন, তা পছন্দ হচ্ছে না। গতবারের চেয়ে দাম বেশি।
এদিকে দর-দামে না হওয়ায় নগরীর ফুলবাড়ী গেট গরুর হাট থেকে জোড়াগেট হাটে এসেছেন মো. হাসান ইকবাল। তিন বলেন, এবার দাম অনেক বেশি। তাঁর বাজেট এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে গরু কেনা। এই দামের মধ্যে পছন্দমতো গরু পাচ্ছেন না। তাই বিভিন্ন হাটে ঘুরছেন।
অপর দিকে হাটে কথা হয় খামারি তরিকুল ইসলামের সঙ্গে। দিঘলিয়ার এই খামারি হাটে এসেছেন ‘কালাপাহাড়’ নামে গরু নিয়ে। দাম চাচ্ছেন ১০ লাখ টাকা। এটাই এবার এই হাটের সবচেয়ে বড় গরু বলে দাবি তাঁর। ইতিমধ্যে ছয় লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। দামে পড়তা না হওয়ায় তিনি বিক্রি করেননি।
তরিকুল বলেন, এবার পশুর হাটে ক্রেতা কম। যা-ও আসছে, দামের কারণে না কিনে চলে যাচ্ছেন। গতবারের চেয়ে এবার দাম একটু বেশি। কেননা খাবার ও ওষুধের দাম বৃদ্ধির কারণে গরু লালন-পালনে খরচ বেড়েছে।
অপর দিকে অভয়নগর থেকে গরু নিয়ে এসেছেন আসলাম হোসেন। গত তিন দিনে একটি গরুও তাঁর বিক্রি হয়নি। এ নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ‘তিন দিনে কোনো গরু বিক্রি হয়নি। আগামী দুই দিনে কী হবে বুঝতে পারছি না।’
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. লুৎফর রহমান জানান, পশু লালন-পালনে খরচ বেশি হওয়ায় গতবারের চেয়ে এবার কোরবানির পশুর দাম বেশি হবে। খুলনা জেলায় এবার ২২টি পশুর হাট বসেছে। প্রতিটি হাটে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া পশু চিকিৎসার জন্য আছে ভেটেরিনারি চিকিৎসক।
হাতে আর মাত্র দুই দিন সময় থাকলেও খুলনায় এখনো জমে ওঠেনি পশুর হাট। ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার পশুর দাম অনেক চড়া। ফলে সামর্থ্যের মধ্যে পশু কিনতে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে।
আজ সোমবার খুলনা মহানগরীর জোড়াগেট কোরবানির পশুর হাটে গিয়ে দেখা গেছে, ক্রেতাদের উপস্থিতি অনেকটা কম। যারা আসছেন, তাঁরা দাম শুনে কিছুটা বিচলিত হচ্ছেন। সামর্থ্যের মধ্যে পাচ্ছে না পশু।
জোড়াগেট হাটে গরু কিনতে আসা মো. আজমল হোসেন জানান, তাঁর বাজেট এক লাখ টাকা। এই টাকার মধ্যে যে গরু পাচ্ছেন, তা পছন্দ হচ্ছে না। গতবারের চেয়ে দাম বেশি।
এদিকে দর-দামে না হওয়ায় নগরীর ফুলবাড়ী গেট গরুর হাট থেকে জোড়াগেট হাটে এসেছেন মো. হাসান ইকবাল। তিন বলেন, এবার দাম অনেক বেশি। তাঁর বাজেট এক লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে গরু কেনা। এই দামের মধ্যে পছন্দমতো গরু পাচ্ছেন না। তাই বিভিন্ন হাটে ঘুরছেন।
অপর দিকে হাটে কথা হয় খামারি তরিকুল ইসলামের সঙ্গে। দিঘলিয়ার এই খামারি হাটে এসেছেন ‘কালাপাহাড়’ নামে গরু নিয়ে। দাম চাচ্ছেন ১০ লাখ টাকা। এটাই এবার এই হাটের সবচেয়ে বড় গরু বলে দাবি তাঁর। ইতিমধ্যে ছয় লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। দামে পড়তা না হওয়ায় তিনি বিক্রি করেননি।
তরিকুল বলেন, এবার পশুর হাটে ক্রেতা কম। যা-ও আসছে, দামের কারণে না কিনে চলে যাচ্ছেন। গতবারের চেয়ে এবার দাম একটু বেশি। কেননা খাবার ও ওষুধের দাম বৃদ্ধির কারণে গরু লালন-পালনে খরচ বেড়েছে।
অপর দিকে অভয়নগর থেকে গরু নিয়ে এসেছেন আসলাম হোসেন। গত তিন দিনে একটি গরুও তাঁর বিক্রি হয়নি। এ নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ‘তিন দিনে কোনো গরু বিক্রি হয়নি। আগামী দুই দিনে কী হবে বুঝতে পারছি না।’
খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. লুৎফর রহমান জানান, পশু লালন-পালনে খরচ বেশি হওয়ায় গতবারের চেয়ে এবার কোরবানির পশুর দাম বেশি হবে। খুলনা জেলায় এবার ২২টি পশুর হাট বসেছে। প্রতিটি হাটে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া পশু চিকিৎসার জন্য আছে ভেটেরিনারি চিকিৎসক।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
৮ মিনিট আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
৩৮ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে