কুষ্টিয়া প্রতিনিধি
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে তাঁর মা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আজ দুপুর ১২টা ১২ মিনিটে রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
আবরারের মা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদেরও ফাঁসির আওতায় আনতে হবে। তা না হলে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আমার ছেলের হত্যাকাণ্ডের অন্যতম আসামি অমিতের ফাঁসির রায় আশা করেছিলাম। কেননা, অমিত ঘটনাস্থলে না থাকলেও মোবাইলে এবং সবকিছুতেই সম্পৃক্ত ছিল।’
আবরারের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা আমার সব শেষ করে দিয়েছে। আমি আজ দুই বছর দুই মাস এই মামলার রায়ের অপেক্ষায় ছিলাম। আদালত যে রায় দিয়েছেন, তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট। তবে বাকি পাঁচজনকে ফাঁসির আদেশ না দেওয়ার বিষয়টি আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। দ্রুত এই ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি বাকি পাঁচজনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
আবরারের ছোট ভাই ফাইয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা রায়ে খুশি। তবে সবার ফাঁসির আদেশ হলে আমরা আরও বেশি খুশি হতাম।’ তিনি বলেন, ‘আমরা বাকি পাঁচজনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তে জানা গেছে, রাত ১০টা থেকে একটানা ২টা পর্যন্ত আবরারকে শিবির সন্দেহে পেটানো হয়। ক্রিকেট স্টাম্প, স্কিপিং দড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়। কিল-ঘুষি, লাথিও মারা হয়। এভাবে আবরারকে হত্যা করা হয়। এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আট আসামি। তাঁরা হলেন ইফতি মোশাররফ হোসেন সকাল, বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মো. মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, এ এস এম নাজমুস শাদাত ও তাবাখখারুল ইসলাম তানভীর।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে তাঁর মা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আজ দুপুর ১২টা ১২ মিনিটে রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
আবরারের মা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘মামলার যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদেরও ফাঁসির আওতায় আনতে হবে। তা না হলে আমরা তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আমার ছেলের হত্যাকাণ্ডের অন্যতম আসামি অমিতের ফাঁসির রায় আশা করেছিলাম। কেননা, অমিত ঘটনাস্থলে না থাকলেও মোবাইলে এবং সবকিছুতেই সম্পৃক্ত ছিল।’
আবরারের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা আমার সব শেষ করে দিয়েছে। আমি আজ দুই বছর দুই মাস এই মামলার রায়ের অপেক্ষায় ছিলাম। আদালত যে রায় দিয়েছেন, তাতে আমি এবং আমার পরিবার সন্তুষ্ট। তবে বাকি পাঁচজনকে ফাঁসির আদেশ না দেওয়ার বিষয়টি আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। দ্রুত এই ফাঁসির রায় কার্যকরের পাশাপাশি বাকি পাঁচজনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
আবরারের ছোট ভাই ফাইয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা রায়ে খুশি। তবে সবার ফাঁসির আদেশ হলে আমরা আরও বেশি খুশি হতাম।’ তিনি বলেন, ‘আমরা বাকি পাঁচজনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তে জানা গেছে, রাত ১০টা থেকে একটানা ২টা পর্যন্ত আবরারকে শিবির সন্দেহে পেটানো হয়। ক্রিকেট স্টাম্প, স্কিপিং দড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়। কিল-ঘুষি, লাথিও মারা হয়। এভাবে আবরারকে হত্যা করা হয়। এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আট আসামি। তাঁরা হলেন ইফতি মোশাররফ হোসেন সকাল, বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মো. মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, এ এস এম নাজমুস শাদাত ও তাবাখখারুল ইসলাম তানভীর।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ জন শিক্ষক ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২৩ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১ মিনিট আগেচট্টগ্রামে গা ঢাকা দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। এখন মাঠে আছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সহকর্মীরা। চট্টগ্রাম আদালত চত্বর, নিউ মার্কেট চত্বর, টাইগার পাস মোড় ও দামপাড়া ওয়াসার জমিয়তুল ফালাহ মাঠে বিক্ষোভ করেছেন তাঁরা।
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতিসহ নতুন কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতির পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
৩১ মিনিট আগে