খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর মিয়াপাড়ায় বাড়ির মালিক শহীদুল ইসলাম ডলার হত্যার দায়ে ভাড়াটিয়া বাবু বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান জোয়ার্দ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান জোয়ার্দ্দার জানান, ৯ নম্বর মিয়া পাড়া এলাকার বাসিন্দ শহীদুল ইসলাম ডলার। তাঁর বাড়ির ভাড়াটিয়া ছিলেন সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। চার মাসের ঘর ভাড়া বকেয়া ছিল। ২০১৭ সালের ২৪ অক্টোবর রাত ১২টার দিকে বাড়ির মালিক ডলার ভাড়াটিয়ার কাছে ভাড়া আনতে ভাড়াটিয়া বাবুর কাছে যান। এ সময়ে ভাড়ার টাকা দিতে অস্বীকার করায় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবু ঘর থেকে ধারালো ছুরি দিয়ে ডলারের শরীরে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে সংবাদ পেয়ে পরিবার ও অন্যান্য ভাড়াটিয়ারা তাঁর মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে নিহত ডলারের স্ত্রী বাদী হয়ে ওই দিন খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি বাবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খুলনা মহানগরীর মিয়াপাড়ায় বাড়ির মালিক শহীদুল ইসলাম ডলার হত্যার দায়ে ভাড়াটিয়া বাবু বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান জোয়ার্দ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান জোয়ার্দ্দার জানান, ৯ নম্বর মিয়া পাড়া এলাকার বাসিন্দ শহীদুল ইসলাম ডলার। তাঁর বাড়ির ভাড়াটিয়া ছিলেন সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। চার মাসের ঘর ভাড়া বকেয়া ছিল। ২০১৭ সালের ২৪ অক্টোবর রাত ১২টার দিকে বাড়ির মালিক ডলার ভাড়াটিয়ার কাছে ভাড়া আনতে ভাড়াটিয়া বাবুর কাছে যান। এ সময়ে ভাড়ার টাকা দিতে অস্বীকার করায় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবু ঘর থেকে ধারালো ছুরি দিয়ে ডলারের শরীরে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে সংবাদ পেয়ে পরিবার ও অন্যান্য ভাড়াটিয়ারা তাঁর মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে নিহত ডলারের স্ত্রী বাদী হয়ে ওই দিন খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি বাবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৮ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
২০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
২১ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২৪ মিনিট আগে