প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাগরে লঘুচাপের প্রভাবে টানা মৌসুমি বৃষ্টিতে সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে প্রায় অর্ধশত কাঁচা-পাকা বাড়ি।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল থেকে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টার ভারী বর্ষণে কালিগঞ্জের প্রতিটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। ডুবে গেছে জমির ফসল, আমন বীজতলা, মাছের ঘের ও পুকুর।
এর মধ্যে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে ১৯টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৩০টির বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সরেজমিন বুধবার হাড়ের গ্রামে গেলে স্থানীয় বাসিন্দা আব্দুস সবুর, সজীব হোসেন, মাছিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, গতকাল রাত ৯টার দিকে হঠাৎ ৩-৪ মিনিটের আচমকা একটি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গ্রামের একাংশ।
তাঁরা আরও বলেন, গতকাল রাত থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়াননি। ভোট এলে জনপ্রতিনিধিরা অনেক কিছুই বলেন, তবে ভোটের পর আর পাশে থাকেন না। এলাকার যুব সংঘের উদ্যোগে দুপুরে অসহায়দের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তাঁরা।
এ ছাড়া খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার অধিকাংশ বিলে সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে ডুবে আছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নিম্নাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান বলেন, 'আমি সকালে হাড়দ্দহা গ্রামে গিয়েছিলাম। আপাতত তাদের কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।’ ১৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাগরে লঘুচাপের প্রভাবে টানা মৌসুমি বৃষ্টিতে সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে প্রায় অর্ধশত কাঁচা-পাকা বাড়ি।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল থেকে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টার ভারী বর্ষণে কালিগঞ্জের প্রতিটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। ডুবে গেছে জমির ফসল, আমন বীজতলা, মাছের ঘের ও পুকুর।
এর মধ্যে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে ১৯টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৩০টির বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সরেজমিন বুধবার হাড়ের গ্রামে গেলে স্থানীয় বাসিন্দা আব্দুস সবুর, সজীব হোসেন, মাছিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, গতকাল রাত ৯টার দিকে হঠাৎ ৩-৪ মিনিটের আচমকা একটি ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গ্রামের একাংশ।
তাঁরা আরও বলেন, গতকাল রাত থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়াননি। ভোট এলে জনপ্রতিনিধিরা অনেক কিছুই বলেন, তবে ভোটের পর আর পাশে থাকেন না। এলাকার যুব সংঘের উদ্যোগে দুপুরে অসহায়দের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তাঁরা।
এ ছাড়া খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার অধিকাংশ বিলে সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে ডুবে আছে। শতাধিক মাছের ঘের ও পুকুর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নিম্নাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান বলেন, 'আমি সকালে হাড়দ্দহা গ্রামে গিয়েছিলাম। আপাতত তাদের কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।’ ১৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
৩৫ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
৪০ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে