অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে অভিমান করে হালিমা খাতুন (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার ভৈরব-উত্তর জনপদের পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত হালিমা ওই গ্রামের রাজমিস্ত্রি সহযোগী আব্দুল জলিল বিশ্বাসের মেয়ে।
হালিমার পিতা জলিল বিশ্বাস জানান, বুধবার সকালে মেয়েটি ভাত খায়নি। কাজে যাওয়ার সময় হালিমাকে ১০ টাকা দিয়ে গিয়েছিলাম। দোকান থেকে কিছু কিনে খেয়েছে। দুপুরে ভাবির সঙ্গে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। এ সময় পুকুরে বেশি সময় থাকায় তার ভাই তাকে একটি চড় মারে। সেখান থেকে বাড়ি ফিরে ভাত খেতে চায় সে। বাড়িতে এদিন ভাত একটু কম ছিল। বাড়িতে ফিরেই ভাইকে সেই ভাত খেতে দেখে ভাইয়ের ওপর চটে যায় সে। একপর্যায়ে ভাইকে বকতে বকতে ঘরে ঢোকে সে। কিছু সময় পর তার মা মিল থেকে বাড়ি ফেরে। কিন্তু দীর্ঘ সময়েও হালিমা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা দরজা খুলে ঘরে ঢুকে দেখে মেয়ের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।
জানা গেছে, জলিল বিশ্বাসের কোন জমি-জমা নেই। তিনি রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করেন। আর তার স্ত্রী রেশমা বেগম গ্রামের একটি রাইস মিলে কাজ করেন। ছেলেরা যখন যে কাজ পায় তাই করে।
এ ব্যাপারে স্থানীয় পাথালিয়া ক্যাম্পের আইসি এস আই শামছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির আত্মহত্যা সম্পর্কে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পরিবারটি অত্যন্ত গরিব। বাড়িতে ভাত কম থাকায় এবং সেখান থেকে ভাইকে ভাত খেতে দেখে ভাইয়ের ওপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে শুনেছি।
যশোরের অভয়নগরে অভিমান করে হালিমা খাতুন (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার ভৈরব-উত্তর জনপদের পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত হালিমা ওই গ্রামের রাজমিস্ত্রি সহযোগী আব্দুল জলিল বিশ্বাসের মেয়ে।
হালিমার পিতা জলিল বিশ্বাস জানান, বুধবার সকালে মেয়েটি ভাত খায়নি। কাজে যাওয়ার সময় হালিমাকে ১০ টাকা দিয়ে গিয়েছিলাম। দোকান থেকে কিছু কিনে খেয়েছে। দুপুরে ভাবির সঙ্গে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। এ সময় পুকুরে বেশি সময় থাকায় তার ভাই তাকে একটি চড় মারে। সেখান থেকে বাড়ি ফিরে ভাত খেতে চায় সে। বাড়িতে এদিন ভাত একটু কম ছিল। বাড়িতে ফিরেই ভাইকে সেই ভাত খেতে দেখে ভাইয়ের ওপর চটে যায় সে। একপর্যায়ে ভাইকে বকতে বকতে ঘরে ঢোকে সে। কিছু সময় পর তার মা মিল থেকে বাড়ি ফেরে। কিন্তু দীর্ঘ সময়েও হালিমা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা দরজা খুলে ঘরে ঢুকে দেখে মেয়ের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।
জানা গেছে, জলিল বিশ্বাসের কোন জমি-জমা নেই। তিনি রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করেন। আর তার স্ত্রী রেশমা বেগম গ্রামের একটি রাইস মিলে কাজ করেন। ছেলেরা যখন যে কাজ পায় তাই করে।
এ ব্যাপারে স্থানীয় পাথালিয়া ক্যাম্পের আইসি এস আই শামছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির আত্মহত্যা সম্পর্কে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পরিবারটি অত্যন্ত গরিব। বাড়িতে ভাত কম থাকায় এবং সেখান থেকে ভাইকে ভাত খেতে দেখে ভাইয়ের ওপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে শুনেছি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ জন শিক্ষক ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২৩ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
৪ মিনিট আগেচট্টগ্রামে গা ঢাকা দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। এখন মাঠে আছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সহকর্মীরা। চট্টগ্রাম আদালত চত্বর, নিউ মার্কেট চত্বর, টাইগার পাস মোড় ও দামপাড়া ওয়াসার জমিয়তুল ফালাহ মাঠে বিক্ষোভ করেছেন তাঁরা।
৯ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকার রেজাউল করিম মালার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতিসহ নতুন কর্মসূচি দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতির পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
৩৫ মিনিট আগে