প্রতিনিধি, ভালুকা, (ময়মনসিংহ)
ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা। আজ রোববার সকালে মিল গেটে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিক সূত্রে জানা যায়, তাঁরা ওই কারখানায় নারী-পুরুষ মিলে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কাজ করেন। চলতি মাসের অর্ধেক সময় তাঁরা কাজ করেছেন। তাই চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার জন্য তাঁরা মিল কর্তৃপক্ষের কাছে দাবি করে গতকাল শনিবার বিকেলে মিল গেটে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে দাবির বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ তাঁদের ছুটি দিয়ে দেন।
আজ সকালে তাঁরা মিল গেটে গিয়ে কারখানার মূল ফটক তালাবদ্ধ দেখেন। এর সঙ্গে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে দাবির বিষয়ে আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
মিলের অ্যাডমিন ম্যানেজার ইসমাইল হোসেন জানান, শ্রমিকেরা চলতি মাসের ১৫ দিনের বেতন দাবি করেছিলেন। কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ এর এ এস পি কাজি সাইদুর রহামান জানান, ওরিয়ন নীট টেক্সটাইল মিলে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে তাঁরা মিল গেটে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। মিল গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা। আজ রোববার সকালে মিল গেটে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিক সূত্রে জানা যায়, তাঁরা ওই কারখানায় নারী-পুরুষ মিলে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কাজ করেন। চলতি মাসের অর্ধেক সময় তাঁরা কাজ করেছেন। তাই চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার জন্য তাঁরা মিল কর্তৃপক্ষের কাছে দাবি করে গতকাল শনিবার বিকেলে মিল গেটে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে দাবির বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ তাঁদের ছুটি দিয়ে দেন।
আজ সকালে তাঁরা মিল গেটে গিয়ে কারখানার মূল ফটক তালাবদ্ধ দেখেন। এর সঙ্গে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে দাবির বিষয়ে আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
মিলের অ্যাডমিন ম্যানেজার ইসমাইল হোসেন জানান, শ্রমিকেরা চলতি মাসের ১৫ দিনের বেতন দাবি করেছিলেন। কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ এর এ এস পি কাজি সাইদুর রহামান জানান, ওরিয়ন নীট টেক্সটাইল মিলে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে তাঁরা মিল গেটে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। মিল গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২৭ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৩৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৪২ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১ ঘণ্টা আগে