সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের। গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে বৈঠকখানার সিলিং ফ্যান আছড়ে পড়লে কপাল ফেটে যায় তাঁর। এতে তিনি গুরুতর আহত হন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও এমপির প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন মুরাদ হাসান এমপি। এ সময় বৈঠকখানার একটি সিলিং ফ্যান এমপির মাথার ওপর আছড়ে পড়ে। এতে তাঁর কপাল ফেটে যায়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা দেবাশীষ রাজবংশী জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পান তিনি। পরে হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। তিনি তাঁর নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
গত বছর মোবাইল ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহীকে নিয়ে বেফাঁস কথা বলে ভাইরাল হন মুরাদ হাসান এমপি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। দেশের মাটিতে ঠাঁই হবে না ভেবে তিনি পাড়ি জমাতে চান কানাডায়। সেখানেও ঢুকতে পারেননি তিনি। অবশেষে নানা বন্দর ঘুরে দেশে ফিরতে বাধ্য হন তিনি।
এরপর থেকে অনেকটা আত্মগোপনে থেকে যান তিনি। তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের জানাজায় তাঁকে ফের জনসম্মুখে দেখা যায়। চাচার জানাজা ও দাফন শেষে ফের ঢাকায় ফিরে যান তিনি। কিছুদিন পর নানা বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মানসিকভাবে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান চলতি বছরের জানুয়ারীতে এমপি মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ঢাকার ধানমন্ডি ছেড়ে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে চলে আসেন। সেখান থেকে হারানো ক্যারিয়ার ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছিলেন এমপি মুরাদ।
সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের। গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে বৈঠকখানার সিলিং ফ্যান আছড়ে পড়লে কপাল ফেটে যায় তাঁর। এতে তিনি গুরুতর আহত হন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও এমপির প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন মুরাদ হাসান এমপি। এ সময় বৈঠকখানার একটি সিলিং ফ্যান এমপির মাথার ওপর আছড়ে পড়ে। এতে তাঁর কপাল ফেটে যায়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা দেবাশীষ রাজবংশী জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পান তিনি। পরে হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। তিনি তাঁর নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
গত বছর মোবাইল ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহীকে নিয়ে বেফাঁস কথা বলে ভাইরাল হন মুরাদ হাসান এমপি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। দেশের মাটিতে ঠাঁই হবে না ভেবে তিনি পাড়ি জমাতে চান কানাডায়। সেখানেও ঢুকতে পারেননি তিনি। অবশেষে নানা বন্দর ঘুরে দেশে ফিরতে বাধ্য হন তিনি।
এরপর থেকে অনেকটা আত্মগোপনে থেকে যান তিনি। তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের জানাজায় তাঁকে ফের জনসম্মুখে দেখা যায়। চাচার জানাজা ও দাফন শেষে ফের ঢাকায় ফিরে যান তিনি। কিছুদিন পর নানা বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মানসিকভাবে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান চলতি বছরের জানুয়ারীতে এমপি মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ঢাকার ধানমন্ডি ছেড়ে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে চলে আসেন। সেখান থেকে হারানো ক্যারিয়ার ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছিলেন এমপি মুরাদ।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে