বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে মরিয়ম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯: ২৩

জামালপুরের মাদারগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মরিয়ম (১৭) নামে এক পরীক্ষার্থী। সে উপজেলার আদারভিটা ইউনিয়নের পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। 

পরীক্ষার্থী মরিয়ম উপজেলার বাঁশদাইড় গ্রামের মৃত ফজলুল হকের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মরিয়মের বাবা ফজলুল হক গুরুতর অসুস্থ হলে তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় ফজলুল হকের। রোববার কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল মরিয়মের। পরে বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশ নেয় মরিয়ম। স্বজনেরা তাকে পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন। 

বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ শাহীনুর খান বলেন, ‘ওই পরীক্ষার্থীর বাবা গতরাতে স্ট্রোক করে মারা যায়। বাবার লাশ বাড়িতে রেখে এসে সে পরীক্ষায় অংশ নেয়। আমি তার খোঁজ খবর নিয়েছি। হল গার্ডদের বলেছি, তাকে মানসিকভাবে সর্বাত্মক সাপোর্ট দেওয়ার জন্য।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত