Ajker Patrika

মশার কয়েলের আগুনে পুড়ল কৃষকের ২১টি গরু-ছাগল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৮: ১২
মশার কয়েলের আগুনে পুড়ল কৃষকের ২১টি গরু-ছাগল

জামালপুরের সরিষাবাড়ীতে গোয়ালঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২১টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের চর আওনা গ্রামে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের যমুনা নদীর পশ্চিমে দুর্গম পল্লি চরআওনা গ্রাম। এ গ্রামের কৃষক মজিবর রহমানের গোয়ালঘরে গভীর রাতে মশার কয়েল থেকে আগুন লাগে। মুহূর্তে পুরো গোয়ালঘর ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে গোয়ালঘরে থাকা মজিবর রহমানের তিনটি গরু ও তাঁর ছেলে আশরাফ আলীর ১১টি গরু এবং ৭টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। মজিবর রহমানের বসতঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। 

আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন জানান, চরআওনা গ্রাম একটি দুর্গম পল্লি। সন্ধ্যা নামলেই মানুষ ঘুমিয়ে পড়ে। তাছাড়া সেখানে আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা নেই। এসব কারণে অগ্নিকাণ্ডে কৃষক মজিবরের বেশি ক্ষতি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসাকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘আমি এখনো জানি না। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা দেওয়ার ব্যবস্থা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত