ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সুমন নিজেই। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।
ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে নৌকায় মনোনয়ন পেয়েছেন সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুছ ছাত্তার।
উপজেলা পরিষদের টানা দুবারের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন আজকের পত্রিকাকে বলেন, টানা দুই ধাপে জাতীয় পার্টির (জাপা) এমপি থাকার কারণে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অস্তিত্বের সংকটে পড়ে যায়। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশে থেকে তাঁদের সক্রিয় করেছেন তিনি।
মাহমুদ হাসান সুমন বলেন, শুধু তা-ই নয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছেন তিনি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আস্থা তাঁর ওপরেই। তাঁদের চাপেই স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০১৪ সালে প্রথমবার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেন। তখন বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করি। পরের নির্বাচনেও দ্বিতীয়বার আমার জনপ্রিয়তায় জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেন। ওই সময় অনেক বাধাবিপত্তির মধ্য দিয়েও বিশাল ভোটের ব্যবধানে নৌকার বিজয় এনে দিই।’
মাহমুদ হাসান সুমন আরও বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে টানা দুবার জনপ্রতিনিধি হওয়ার পর এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, হাট-বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন বাস্তবায়ন করেছি। শুধু তা-ই নয়, উপজেলা, পৌরসভাসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের পাশে থেকে তাঁদের সুসংগঠিত করেছি। যে কারণে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আমার ওপর আস্থা এবং ভরসার জায়গা তৈরি হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত তাঁদের চাপেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এমপি হয়ে তাঁদের আস্থার জায়গাটা ধরে রাখতে পারব ইনশা আল্লাহ।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সুমন নিজেই। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে এ সিদ্ধান্ত নেন তিনি।
ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে নৌকায় মনোনয়ন পেয়েছেন সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুছ ছাত্তার।
উপজেলা পরিষদের টানা দুবারের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন আজকের পত্রিকাকে বলেন, টানা দুই ধাপে জাতীয় পার্টির (জাপা) এমপি থাকার কারণে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অস্তিত্বের সংকটে পড়ে যায়। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশে থেকে তাঁদের সক্রিয় করেছেন তিনি।
মাহমুদ হাসান সুমন বলেন, শুধু তা-ই নয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছেন তিনি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আস্থা তাঁর ওপরেই। তাঁদের চাপেই স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০১৪ সালে প্রথমবার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেন। তখন বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করি। পরের নির্বাচনেও দ্বিতীয়বার আমার জনপ্রিয়তায় জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দেন। ওই সময় অনেক বাধাবিপত্তির মধ্য দিয়েও বিশাল ভোটের ব্যবধানে নৌকার বিজয় এনে দিই।’
মাহমুদ হাসান সুমন আরও বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে টানা দুবার জনপ্রতিনিধি হওয়ার পর এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, হাট-বাজারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন বাস্তবায়ন করেছি। শুধু তা-ই নয়, উপজেলা, পৌরসভাসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের পাশে থেকে তাঁদের সুসংগঠিত করেছি। যে কারণে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আমার ওপর আস্থা এবং ভরসার জায়গা তৈরি হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত তাঁদের চাপেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এমপি হয়ে তাঁদের আস্থার জায়গাটা ধরে রাখতে পারব ইনশা আল্লাহ।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে