দুর্গাপুরে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিনিধি, দুর্গাপুর (নেত্রকোনা)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ১৩: ১৪

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ৪৪০ পিস ভারতীয় জামদানি, লতিকা ও শানজানা শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫ হাজার টাকা। 

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা দিকে উপজেলার সদর ইউনিয়নের বারমারী বিওপির নায়ের সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে ফান্দা নামক স্থান থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়। 

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত