ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২ 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬: ০৩
Thumbnail image

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে দুই বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একটি বাসের হেলপার শহিদ মিয়া (২৬) এবং সুইটি আক্তার (২০) নামের এক যাত্রী। শহিদ মিয়া শেরপুর জেলার সদর উপজেলার রাজভল্লবপুর গ্রামের আক্তার আলীর ছেলে। সুইটি আক্তার একই জেলার নকলা উপজেলার মৃত আব্দুর রশিদের মেয়ে।

তারাকান্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে জমিতে উল্টে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ করছে। এ ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, দুই বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত