কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৩, ১৯: ৫৩

নেত্রকোনার কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সানজিদা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি আছে আরও ৮টি শিশু।

আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সানজিদার মৃত্যু হয়। সে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মো. হানিফার মেয়ে। হানিফা কুমিল্লার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।

বিষয়টি নিশ্চিত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সানজিদার মৃত্যু হয়েছে। আমরা সানজিদাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ছাড়া ভর্তিকৃত শিশুদের গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত গরমের কারণে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একটু ঠাণ্ডা পড়লে এ সমস্যা কমে যাবে। তবে আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যাপারে সচেতন আছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে সানজিদার মা জহুরা আক্তার জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত অবস্থায় সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ছাড়াও হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৮টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।

সানজিদার মা জহুরা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাতে হঠাৎ সানজিদার জ্বরে ওঠে। কিছুক্ষণ পর থেকে শুরু হয় পাতলা পায়খানা। পরদিন সকালে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে তাকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু সানজিদার বাবা বাড়িতে না থাকায় সানজিদাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত