১৯৭১ সালে সাহসী যুবক নুরুল হক ফকির ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। ছিনিয়ে আনেন দেশের স্বাধীনতা। এরপরে আর বিয়ে করার ইচ্ছা জাগেনি তাঁর। এভাবেই কেটে গেছে ৭৮ বছর। তবে জীবনের গোধূলি লগ্নে এসে বিয়ে করলেন ৪০ বছরের এক বিধবা নারীকে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকিরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ২টার দিকে তিনি বিধবা মিনা আক্তারকে (৪০) বিয়ে করেছেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। মিনা আক্তার পাশের কেন্দুয়া উপজেলার সোহাপুর গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির সাত ভাইদের মধ্যে চতুর্থ। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে অংশ নেন। মুক্তিযুদ্ধের পরে ভাইয়েরা বিয়ে করানোর চেষ্টা করলেও বিয়ে করতে রাজী হয়নি। এভাবে ৭৮ বছর কেটে যায়। পরে সম্প্রতি নিজেই বিয়ের কথা বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির। ফলে দেখাশোনার পর দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দেড় লাখ টাকা কাবিনে বিয়ে করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির জানান, ‘বয়সে বেড়েছে। এখন চলতে পারি না। আমাকে দেখাশোনা করার জন্য একজন সঙ্গী প্রয়োজন। তাই নিজের ইচ্ছাতেই বিয়ে করতে রাজী হয়েছি।’
বিয়ের সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ দুই পরিবারের লোকজন।
১৯৭১ সালে সাহসী যুবক নুরুল হক ফকির ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। ছিনিয়ে আনেন দেশের স্বাধীনতা। এরপরে আর বিয়ে করার ইচ্ছা জাগেনি তাঁর। এভাবেই কেটে গেছে ৭৮ বছর। তবে জীবনের গোধূলি লগ্নে এসে বিয়ে করলেন ৪০ বছরের এক বিধবা নারীকে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকিরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ২টার দিকে তিনি বিধবা মিনা আক্তারকে (৪০) বিয়ে করেছেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। মিনা আক্তার পাশের কেন্দুয়া উপজেলার সোহাপুর গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির সাত ভাইদের মধ্যে চতুর্থ। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে অংশ নেন। মুক্তিযুদ্ধের পরে ভাইয়েরা বিয়ে করানোর চেষ্টা করলেও বিয়ে করতে রাজী হয়নি। এভাবে ৭৮ বছর কেটে যায়। পরে সম্প্রতি নিজেই বিয়ের কথা বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির। ফলে দেখাশোনার পর দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দেড় লাখ টাকা কাবিনে বিয়ে করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির জানান, ‘বয়সে বেড়েছে। এখন চলতে পারি না। আমাকে দেখাশোনা করার জন্য একজন সঙ্গী প্রয়োজন। তাই নিজের ইচ্ছাতেই বিয়ে করতে রাজী হয়েছি।’
বিয়ের সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ দুই পরিবারের লোকজন।
মিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
১৮ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
২৫ মিনিট আগে