নেত্রকোনা প্রতিনিধি
সাধারণত সনাতন ধর্মাবলম্বী কারও মৃত্যুর পর তাঁর আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। তবে কবি নির্মলেন্দু গুণ জীবদ্দশায়ই নিজের শ্রাদ্ধ করেছেন। জীবদ্দশায় শ্রাদ্ধ করাকে তিনি শাস্ত্রসম্মত বলেও দাবি করেছেন।
কবির জন্মস্থান নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে গতকাল রোববার দিনব্যাপী ওই আত্মশ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়। কবি সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আশপাশের গ্রামের তিন শতাধিক মানুষের মাঝে অর্থসহায়তা দেন।
মৃত্যুর আগে শ্রাদ্ধ করা শাস্ত্রসম্মত কি না—এ বিষয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘জীবিত থাকা অবস্থায় নিজের শ্রাদ্ধ নিজে করতে পারে। এটাকে আত্মশ্রাদ্ধ বলা হয়ে থাকে। তাতে শাস্ত্রীয় কোনো সমস্যা নেই। আমাদের নেত্রকোনায় আগেও অনেকে জীবদ্দশায় আত্মশ্রাদ্ধ করেছেন।’
কবি বলেন, ‘আমি আত্মনির্ভরশীল মানুষ। নিজের কাজ নিজে করে যেতে চাই। আমার মৃত্যুর পর পরিবারের লোকজনকে শ্রাদ্ধের জন্য চাপ পোহাতে হবে না। পরিবারকে চাপমুক্ত রাখতে মৃত্যুর আগেই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়েছে। তাতে মৃত্যুর পর আর শ্রাদ্ধ করার প্রয়োজন হবে না।’
নির্মলেন্দু গুণ আরও বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথের কর্মযোগ ও সৃষ্টিযোগকে আমি অনুসরণ করি। এ কারণে আমি বিদ্যালয় করেছি, কবিতাকুঞ্জসহ আরও অনেক কিছুই করেছি। এসবে মানুষের কর্মসংস্থান হবে।’
সাধারণত সনাতন ধর্মাবলম্বী কারও মৃত্যুর পর তাঁর আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। তবে কবি নির্মলেন্দু গুণ জীবদ্দশায়ই নিজের শ্রাদ্ধ করেছেন। জীবদ্দশায় শ্রাদ্ধ করাকে তিনি শাস্ত্রসম্মত বলেও দাবি করেছেন।
কবির জন্মস্থান নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে গতকাল রোববার দিনব্যাপী ওই আত্মশ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়। কবি সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আশপাশের গ্রামের তিন শতাধিক মানুষের মাঝে অর্থসহায়তা দেন।
মৃত্যুর আগে শ্রাদ্ধ করা শাস্ত্রসম্মত কি না—এ বিষয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘জীবিত থাকা অবস্থায় নিজের শ্রাদ্ধ নিজে করতে পারে। এটাকে আত্মশ্রাদ্ধ বলা হয়ে থাকে। তাতে শাস্ত্রীয় কোনো সমস্যা নেই। আমাদের নেত্রকোনায় আগেও অনেকে জীবদ্দশায় আত্মশ্রাদ্ধ করেছেন।’
কবি বলেন, ‘আমি আত্মনির্ভরশীল মানুষ। নিজের কাজ নিজে করে যেতে চাই। আমার মৃত্যুর পর পরিবারের লোকজনকে শ্রাদ্ধের জন্য চাপ পোহাতে হবে না। পরিবারকে চাপমুক্ত রাখতে মৃত্যুর আগেই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়েছে। তাতে মৃত্যুর পর আর শ্রাদ্ধ করার প্রয়োজন হবে না।’
নির্মলেন্দু গুণ আরও বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথের কর্মযোগ ও সৃষ্টিযোগকে আমি অনুসরণ করি। এ কারণে আমি বিদ্যালয় করেছি, কবিতাকুঞ্জসহ আরও অনেক কিছুই করেছি। এসবে মানুষের কর্মসংস্থান হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে