জাককানইবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সতর্কতার নোটিশ থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থামছে না র্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র্যাগিং।
প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার র্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গতরাতে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ভয়ে তিনি নাম পর্যন্ত বলতে নারাজ।
লিখিত অভিযোগে বলা হয়—শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদের নিয়মিত র্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।
প্রতিদিন রাতে ৩-৪ ঘণ্টা আটকে রেখে র্যাগিং করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানারকম হুমকি দিয়ে এ বিষয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।
অভিযোগপত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরও একই কায়দায় র্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সতর্কতার নোটিশ থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থামছে না র্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র্যাগিং।
প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার র্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গতরাতে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ভয়ে তিনি নাম পর্যন্ত বলতে নারাজ।
লিখিত অভিযোগে বলা হয়—শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদের নিয়মিত র্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।
প্রতিদিন রাতে ৩-৪ ঘণ্টা আটকে রেখে র্যাগিং করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানারকম হুমকি দিয়ে এ বিষয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।
অভিযোগপত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরও একই কায়দায় র্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে