গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিশু-কিশোরদের আত্মরক্ষার একটি প্রশিক্ষণ কর্মশালা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে। প্রশিক্ষণ কর্মশালাটি ইউনিসেফের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।
ইউনিসেফের স্থানীয় সমন্বয়কারী মো. সুরুজ আলী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তাঁর বাড়িতেই এই প্রশিক্ষণ চলছিল।
সুরুজ আলী বলেন, চার দিনের প্রশিক্ষণের আজ ছিল তৃতীয় দিন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয় ৩০-৪০ জন লোক তাঁর বাড়িতে গিয়ে বলেন, এখানে এসব চলবে না। প্রশিক্ষণ বন্ধ না করলে হামলার হুমকি দেন তাঁরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁরা প্রশিক্ষণ বন্ধ রাখতে বলেন।
সুরুজ আলী জানান, সেখানে আসা ব্যক্তিদের মধ্যে খোদাবক্সপুর গ্রামের মামুন, দোলন, রানা, ফারুক, আকাশ, আমিরুল, সাদ্দাম, খেলার আলগী গ্রামের আব্দুল খালেক, দুর্গাচড়া গ্রামের জুবাঈদসহ আরও অনেকে ছিলেন।
ইউনিসেফের স্থানীয় চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মবিলাইজার মো. গোলাম মাসুদ বলেন, ‘সকালে স্থানীয় কো-অর্ডিনেটর সুরুজ আলী আমাকে জানান, কিছু লোকজন বাড়িতে এসে বলে গেছেন, এখানে এসব প্রশিক্ষণ করানো যাবে না। পরে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’
প্রশিক্ষণটির জেলা সমন্বয়ক পার্থ প্রতিম সরকার বলেন, গত দুই দিন একই স্থানে প্রশিক্ষণ নিচ্ছিল ৭০ জন ৯ থেকে ১৮ বছর বয়সী মেয়ে এবং ৩০ জন ছেলে। দেশের এক লাখেরও বেশি শিশু ও পাঁচ লাখের বেশি অভিভাবকের জন্য ২৫টি জেলার এবং ১২টি সিটি করপোরেশনে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিসেফের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কারাতে দো এবং সুবর্ণরেখা লিমিটেড।
পার্থ প্রতিম আরও জানান, প্রান্তিক শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকর অভ্যাস প্রতিরোধের জন্য নেওয়া জাতীয় কর্মসূচি ‘স্পোর্টস ফর ডেভেলপমেন্ট’-এর অন্তর্ভুক্ত। সারা পৃথিবীতে ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ৫ আগস্ট ব্র্যাক লার্নিং সেন্টারে উদ্বোধন হওয়ার পর ১৪ আগস্ট থেকে ময়মনসিংহ সিটি করপোরেশন ও ময়মনসিংহ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে। আজ খোদাবক্সপুরে তৃতীয় দিনের সেশন শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয়দের হুমকির পর তা বন্ধ রাখা হয়।
এদিকে অভিযোগ অস্বীকার করে মামুন বলেন, ‘আমরা প্রশিক্ষণের বিষয়ে খোঁজখবর নিতে গিয়েছিলাম, কাউকে নিষেধ করা হয়নি।’ এ বিষয়ে সেখানে যাওয়া আর কারও বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি, এমনকি আমাকে জানানোও হয়নি।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা বলেন, ‘ভাংনামারী ইউনিয়নে ইউনিসেফের এ ধরনের কোনো প্রশিক্ষণ চলছে তা আমাকে জানানো হয়নি। হুমকির ঘটনাটিও আমার জানা নেই।’
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিশু-কিশোরদের আত্মরক্ষার একটি প্রশিক্ষণ কর্মশালা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে। প্রশিক্ষণ কর্মশালাটি ইউনিসেফের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।
ইউনিসেফের স্থানীয় সমন্বয়কারী মো. সুরুজ আলী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তাঁর বাড়িতেই এই প্রশিক্ষণ চলছিল।
সুরুজ আলী বলেন, চার দিনের প্রশিক্ষণের আজ ছিল তৃতীয় দিন। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয় ৩০-৪০ জন লোক তাঁর বাড়িতে গিয়ে বলেন, এখানে এসব চলবে না। প্রশিক্ষণ বন্ধ না করলে হামলার হুমকি দেন তাঁরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁরা প্রশিক্ষণ বন্ধ রাখতে বলেন।
সুরুজ আলী জানান, সেখানে আসা ব্যক্তিদের মধ্যে খোদাবক্সপুর গ্রামের মামুন, দোলন, রানা, ফারুক, আকাশ, আমিরুল, সাদ্দাম, খেলার আলগী গ্রামের আব্দুল খালেক, দুর্গাচড়া গ্রামের জুবাঈদসহ আরও অনেকে ছিলেন।
ইউনিসেফের স্থানীয় চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মবিলাইজার মো. গোলাম মাসুদ বলেন, ‘সকালে স্থানীয় কো-অর্ডিনেটর সুরুজ আলী আমাকে জানান, কিছু লোকজন বাড়িতে এসে বলে গেছেন, এখানে এসব প্রশিক্ষণ করানো যাবে না। পরে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’
প্রশিক্ষণটির জেলা সমন্বয়ক পার্থ প্রতিম সরকার বলেন, গত দুই দিন একই স্থানে প্রশিক্ষণ নিচ্ছিল ৭০ জন ৯ থেকে ১৮ বছর বয়সী মেয়ে এবং ৩০ জন ছেলে। দেশের এক লাখেরও বেশি শিশু ও পাঁচ লাখের বেশি অভিভাবকের জন্য ২৫টি জেলার এবং ১২টি সিটি করপোরেশনে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিসেফের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কারাতে দো এবং সুবর্ণরেখা লিমিটেড।
পার্থ প্রতিম আরও জানান, প্রান্তিক শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মসূচি শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকর অভ্যাস প্রতিরোধের জন্য নেওয়া জাতীয় কর্মসূচি ‘স্পোর্টস ফর ডেভেলপমেন্ট’-এর অন্তর্ভুক্ত। সারা পৃথিবীতে ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ৫ আগস্ট ব্র্যাক লার্নিং সেন্টারে উদ্বোধন হওয়ার পর ১৪ আগস্ট থেকে ময়মনসিংহ সিটি করপোরেশন ও ময়মনসিংহ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে। আজ খোদাবক্সপুরে তৃতীয় দিনের সেশন শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয়দের হুমকির পর তা বন্ধ রাখা হয়।
এদিকে অভিযোগ অস্বীকার করে মামুন বলেন, ‘আমরা প্রশিক্ষণের বিষয়ে খোঁজখবর নিতে গিয়েছিলাম, কাউকে নিষেধ করা হয়নি।’ এ বিষয়ে সেখানে যাওয়া আর কারও বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি, এমনকি আমাকে জানানোও হয়নি।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা বলেন, ‘ভাংনামারী ইউনিয়নে ইউনিসেফের এ ধরনের কোনো প্রশিক্ষণ চলছে তা আমাকে জানানো হয়নি। হুমকির ঘটনাটিও আমার জানা নেই।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে