ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬: ১০
Thumbnail image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। 

নিহত মো. শাহজাহান (২০) ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির। 

পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। এরপর গতকাল বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেন প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া ও হানিফ মিয়া। এরপর তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে সেটি হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তাঁর অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যান। 

আজ বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ তাঁদের ছেলেরা মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করেন। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে অভিযুক্ত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটক করে পুলিশ। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত