ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহজাহান (২০) ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। এরপর গতকাল বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেন প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া ও হানিফ মিয়া। এরপর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে সেটি হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তাঁর অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যান।
আজ বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ তাঁদের ছেলেরা মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করেন। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে অভিযুক্ত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজীবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহজাহান (২০) ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। এরপর গতকাল বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেন প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া ও হানিফ মিয়া। এরপর তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে সেটি হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তাঁর অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যান।
আজ বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ তাঁদের ছেলেরা মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করেন। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে অভিযুক্ত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৩ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩১ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে