আবার রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৮: ০৬
Thumbnail image

ময়মনসিংহে কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। 

আজ সোমবার বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত বাকৃবির জব্বার মোড় এলাকায় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এর আগে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বাকৃবির কে আর মার্কেট, প্রধান প্রধান সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আজ থেকে আমরা এক দফা কর্মসূচি পালন করব। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে আইন পাস করে কোটাপদ্ধতিকে সংস্কার করতে হবে।’ 

তাঁরা আরও বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এ দেশের ছাত্রসমাজ দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত