অটোরিকশা থেকে ছিটকে পড়া মামি-ভাগনের প্রাণ গেল ডাম্প ট্রাকের চাপায় 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ২৩: ০৯

ময়মনসিংহের নান্দাইলে দ্রুতগতির দুটি ট্রাককে সাইড দিতে গিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা হেলে পড়ে তিন যাত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক পার হয়ে গেলেও অপর ডাম্প ট্রাক যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের কাউয়ারগাতীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—একই উপজেলার শেরপুর ইউনিয়নের দক্ষিণ শেরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে শামছুন নাহার (৩৫), আব্দুল হান্নানের ছেলে হৃদয় মিয়া (২৮)। তাঁরা সম্পর্কে মামি-ভাগনে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ থেকে চিকিৎসক দেখিয়ে অটোরিকশা করে নান্দাইলের দিকে রওনা দেন অটোরিকশার যাত্রীরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে মুশুল্লির কাউয়ারগাতি এলাকায় আসতেই পেছন থেকে আসা দ্রুতগতির দুটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের পাশে স্তূপ করে রাখা বালুর ওপরে উঠে যায়। 

একপর্যায়ে অটোরিকশাটি হেলে পড়লে যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ডাম্প ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই অটোর দুই যাত্রীর মৃত্যু হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কটির মেরেঙ্গা কাউয়ারগাতি এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে সড়কের পাশে বালু রেখে ব্যবসা করছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আলমগীর ভূঁইয়া। যার কারণে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটে। বালু রাখার জন্যই দুই ব্যক্তি মারা গেছে। 

এ বিষয়ে জানতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আলমগীর ভূঁইয়াকে ফোন দেওয়া হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান আজকের পত্রিকাকে জানান, ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত