ভালুকায় কারখানার গুদাম থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৪: ০৬
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৩

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার গুদাম থেকে আফাজ উদ্দিন শেখ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকার ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়ি গ্রামের মৃত পুকাই শেখের ছেলে আফাজ উদ্দিন শেখ ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানার গুদামে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতেন। গতকাল বুধবার দুপুর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে ওই কারখানার গুদামের একটি গর্তের পানিতে তাঁর লাশ ভাসতে দেখেন এক নিরাপত্তাকর্মী। পরে খবর দিলে পুলিশ গিয়ে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে।

হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজাহান খান বলেন, ওই কারখানার গুদামে আফাজ উদ্দিন নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি সাধারণত দিনেই বেশি ডিউটি করতেন।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই আফাজ উদ্দিনের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত