ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে সাইফুল ইসলাম ওরফে শারফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগরী থানা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি বিয়ে করে থানার ঘাট এলাকার শ্বশুরবাড়িতে থাকতেন।
চর ঈশ্বরদিয়া ইউনিয়নের (ইউপির) সংরক্ষিত আসনের নারী সদস্য নুসরাত জাহান লিপি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল আজ বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন বন্ধুকে নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। এ সময় চোরাবালিতে আটকে চিৎকার করতে থাকেন। তবে তাঁর সঙ্গে থাকা বন্ধুরা ভাবেন তিনি মজা করছেন। এমনটি ভেবে তাঁর কাছে কেউ যায়নি।
এদিকে ধীরে ধীরে শারফুল তলিয়ে গেলে তাঁর সঙ্গের বন্ধুরা ভয়ে নদ থেকে উঠে আশপাশের কয়েকজনকে ডাকাডাকি করেন। পরে কয়েকজনের সহযোগিতায় ঘণ্টাখানেক খোঁজার পর চোরাবালি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘চোরাবালিতে আটকে যুবক নিহতের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।’
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে সাইফুল ইসলাম ওরফে শারফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগরী থানা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি বিয়ে করে থানার ঘাট এলাকার শ্বশুরবাড়িতে থাকতেন।
চর ঈশ্বরদিয়া ইউনিয়নের (ইউপির) সংরক্ষিত আসনের নারী সদস্য নুসরাত জাহান লিপি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল আজ বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন বন্ধুকে নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। এ সময় চোরাবালিতে আটকে চিৎকার করতে থাকেন। তবে তাঁর সঙ্গে থাকা বন্ধুরা ভাবেন তিনি মজা করছেন। এমনটি ভেবে তাঁর কাছে কেউ যায়নি।
এদিকে ধীরে ধীরে শারফুল তলিয়ে গেলে তাঁর সঙ্গের বন্ধুরা ভয়ে নদ থেকে উঠে আশপাশের কয়েকজনকে ডাকাডাকি করেন। পরে কয়েকজনের সহযোগিতায় ঘণ্টাখানেক খোঁজার পর চোরাবালি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘চোরাবালিতে আটকে যুবক নিহতের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৬ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩০ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৩৯ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৪১ মিনিট আগে