গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ছয় বছর ধরে বাঁশের খুঁটিতে ঝুলে আছে পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইন। কিছুদিন হলো কয়েকটি বাঁশের খুঁটি ভেঙে তার পড়ে আছে ধানখেতে। কোথাও খুঁটি হেলে আছে, বাতাস এলে ভেঙে যাবে এমন অবস্থা। প্রাণহানির শঙ্কা নিয়ে বিদ্যুৎ লাইনের নিচে প্রতিদিন খেতে কাজ করেন কৃষকেরা। এমনই দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামের পিচঢালা গ্রামীণ সড়কে নয়াপাড়া থেকে নিমতলী এলাকায়।
জানা গেছে, গৌরীপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের অধীনে পিডিবির এই বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই লাইনে গ্রাহকের ১৮০টি মিটার রয়েছে।
স্থানীয় বাসিন্দা শহীদ মিয়া (৬০) বলেন, ‘নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পিডিবির খুঁটি থেকে নিমতলী বাজার এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই বিদ্যুৎ লাইনে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। প্রায় ছয় বছর আগে এই লাইনটি স্থাপন করা হলেও অদ্যাবধি এতে সিমেন্টের খুঁটি দেওয়া হয়নি।’ পিডিবি কর্তৃপক্ষের কাছে সিমেন্টের খুঁটি স্থাপনের আবেদন করা হলে এ ক্ষেত্রে টাকা দাবি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আরেক বাসিন্দা নূর মোহাম্মদ লিটন (৩২) বলেন, ‘এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিচে ফসলের মাঠে স্থানীয় কৃষকদের প্রাণহানির শঙ্কা নিয়ে কৃষিকাজ করতে হয়। এর মধ্যে কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন। রাস্তায় চলাচলকারী পথচারীরা থাকেন আতঙ্কে। ঝড়-বৃষ্টির সময় মূল খুঁটি থেকে লাইন কেটে দেওয়া হয়। এ সময় দুর্ভোগে পোহাতে হয় গ্রাহকদের।’
নূর মোহাম্মদ আরও বলেন, ‘এই বিদ্যুৎ লাইনের সংস্কারের বিষয়ে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বাঁশের খুঁটি ভেঙে গেলে গ্রামবাসী নিজ উদ্যোগে তা পরিবর্তন করেন।’ এভাবে ঝুঁকিপূর্ণ এ লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন তাঁরা।
উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন ও সংস্কারের কাজ চলছে। শালিহর এলাকায় পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনটির অধিকাংশ খুঁটি স্থাপন ও সংস্কার হয়েছে।’ বাকি ঝুঁকিপূর্ণ লাইন প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানান তিনি।
ছয় বছর ধরে বাঁশের খুঁটিতে ঝুলে আছে পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইন। কিছুদিন হলো কয়েকটি বাঁশের খুঁটি ভেঙে তার পড়ে আছে ধানখেতে। কোথাও খুঁটি হেলে আছে, বাতাস এলে ভেঙে যাবে এমন অবস্থা। প্রাণহানির শঙ্কা নিয়ে বিদ্যুৎ লাইনের নিচে প্রতিদিন খেতে কাজ করেন কৃষকেরা। এমনই দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামের পিচঢালা গ্রামীণ সড়কে নয়াপাড়া থেকে নিমতলী এলাকায়।
জানা গেছে, গৌরীপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের অধীনে পিডিবির এই বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই লাইনে গ্রাহকের ১৮০টি মিটার রয়েছে।
স্থানীয় বাসিন্দা শহীদ মিয়া (৬০) বলেন, ‘নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পিডিবির খুঁটি থেকে নিমতলী বাজার এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই বিদ্যুৎ লাইনে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। প্রায় ছয় বছর আগে এই লাইনটি স্থাপন করা হলেও অদ্যাবধি এতে সিমেন্টের খুঁটি দেওয়া হয়নি।’ পিডিবি কর্তৃপক্ষের কাছে সিমেন্টের খুঁটি স্থাপনের আবেদন করা হলে এ ক্ষেত্রে টাকা দাবি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আরেক বাসিন্দা নূর মোহাম্মদ লিটন (৩২) বলেন, ‘এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিচে ফসলের মাঠে স্থানীয় কৃষকদের প্রাণহানির শঙ্কা নিয়ে কৃষিকাজ করতে হয়। এর মধ্যে কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন। রাস্তায় চলাচলকারী পথচারীরা থাকেন আতঙ্কে। ঝড়-বৃষ্টির সময় মূল খুঁটি থেকে লাইন কেটে দেওয়া হয়। এ সময় দুর্ভোগে পোহাতে হয় গ্রাহকদের।’
নূর মোহাম্মদ আরও বলেন, ‘এই বিদ্যুৎ লাইনের সংস্কারের বিষয়ে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বাঁশের খুঁটি ভেঙে গেলে গ্রামবাসী নিজ উদ্যোগে তা পরিবর্তন করেন।’ এভাবে ঝুঁকিপূর্ণ এ লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন তাঁরা।
উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন ও সংস্কারের কাজ চলছে। শালিহর এলাকায় পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনটির অধিকাংশ খুঁটি স্থাপন ও সংস্কার হয়েছে।’ বাকি ঝুঁকিপূর্ণ লাইন প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানান তিনি।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৭ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৭ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৭ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৭ ঘণ্টা আগে