Ajker Patrika

বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইন, তার পড়ে আছে ধানখেতে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২১: ৩১
বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইন, তার পড়ে আছে ধানখেতে

ছয় বছর ধরে বাঁশের খুঁটিতে ঝুলে আছে পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইন। কিছুদিন হলো কয়েকটি বাঁশের খুঁটি ভেঙে তার পড়ে আছে ধানখেতে। কোথাও খুঁটি হেলে আছে, বাতাস এলে ভেঙে যাবে এমন অবস্থা। প্রাণহানির শঙ্কা নিয়ে বিদ্যুৎ লাইনের নিচে প্রতিদিন খেতে কাজ করেন কৃষকেরা। এমনই দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহর গ্রামের পিচঢালা গ্রামীণ সড়কে নয়াপাড়া থেকে নিমতলী এলাকায়।

জানা গেছে, গৌরীপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের অধীনে পিডিবির এই বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই লাইনে গ্রাহকের ১৮০টি মিটার রয়েছে।

স্থানীয় বাসিন্দা শহীদ মিয়া (৬০) বলেন, ‘নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন পিডিবির খুঁটি থেকে নিমতলী বাজার এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই বিদ্যুৎ লাইনে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। প্রায় ছয় বছর আগে এই লাইনটি স্থাপন করা হলেও অদ্যাবধি এতে সিমেন্টের খুঁটি দেওয়া হয়নি।’ পিডিবি কর্তৃপক্ষের কাছে সিমেন্টের খুঁটি স্থাপনের আবেদন করা হলে এ ক্ষেত্রে টাকা দাবি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরেক বাসিন্দা নূর মোহাম্মদ লিটন (৩২) বলেন, ‘এ ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের নিচে ফসলের মাঠে স্থানীয় কৃষকদের প্রাণহানির শঙ্কা নিয়ে কৃষিকাজ করতে হয়। এর মধ্যে কয়েকজন দুর্ঘটনার শিকার হয়েছেন। রাস্তায় চলাচলকারী পথচারীরা থাকেন আতঙ্কে। ঝড়-বৃষ্টির সময় মূল খুঁটি থেকে লাইন কেটে দেওয়া হয়। এ সময় দুর্ভোগে পোহাতে হয় গ্রাহকদের।’

নূর মোহাম্মদ আরও বলেন, ‘এই বিদ্যুৎ লাইনের সংস্কারের বিষয়ে স্থানীয় পিডিবি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বাঁশের খুঁটি ভেঙে গেলে গ্রামবাসী নিজ উদ্যোগে তা পরিবর্তন করেন।’ এভাবে ঝুঁকিপূর্ণ এ লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন তাঁরা।

উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন ও সংস্কারের কাজ চলছে। শালিহর এলাকায় পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনটির অধিকাংশ খুঁটি স্থাপন ও সংস্কার হয়েছে।’ বাকি ঝুঁকিপূর্ণ লাইন প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত