মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা শহরের মুক্তারপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে এক প্রসূতি মা একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। নবজাতক ওই তিন শিশুর নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।
গতকাল বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা সিজারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান। চিকিৎসক জানিয়েছেন, তিন শিশু ও মা সুস্থ আছেন।
সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ জানান, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি হন।
রুমেনা আক্তার হাসির স্বামী শেখ সাদী জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের বাড়ি মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামে। তবে স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকায় বসবাস করেন তারা। বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে নেত্রকোনা শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে সিজার করা হলে তাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। তিন শিশু ও মা সুস্থ রয়েছেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা বলেন, ‘তিন নবজাতক শিশু ও তাদের মা সুস্থ রয়েছে। তাদের কোনো সমস্যা নেই। শিশুরা স্বাভাবিকভাবেই মায়ের বুকের দুধ খাচ্ছে। তাদের কারও কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য, যমজ তিন শিশুর এমন নামকরণ এই প্রথম নয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে ডা. মোখলেছুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও যমজ তিন শিশুর জন্ম দেন নুরুন্নাহার বেগম। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।
এর আগে গত শুক্রবার (১৭ জুন) নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে এক সঙ্গে তিন শিশুর জন্ম দেন বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপুর স্ত্রী অ্যানি বেগম। পরে হাসপাতালের চিকিৎসক বেনজির হক পান্না শখ করে তিন সন্তানের নাম রাখেন, ‘স্বপ্ন-পদ্মা-সেতু’।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে গত সোমবার (২০ জুন) বিকেলে ওই বাড়িতে শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল, ফল ও মিষ্টিসহ নবজাতক তিন শিশু স্বপ্ন-পদ্মা-সেতুকে এক ভরি ওজনের একটি করে সোনার চেইন পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রোটোকল অফিসার শামীম মুশফিক।
এই খবর প্রকাশের পর জানা যায়, গত বুধবার (১৫ জুন) রাতে একই এলাকায় একটি বেসরকারি হাসপাতালটিতে লাইজু আক্তার নামে এক নারী একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। স্বপ্ন, পদ্মা ও সেতু নামের যে তিনটি শিশুর জন্ম হয় তারা তাদের পাশের কেবিনেই ছিলেন বলে গণমাধ্যমকে জানান লাইজু। তবে তাঁরা চাননি তিন যমজ সন্তান জন্মের বিষয়টির প্রচার হোক। সন্তানদের নামও রেখেছেন পারিবারিকভাবে।
নেত্রকোনা শহরের মুক্তারপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে এক প্রসূতি মা একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। নবজাতক ওই তিন শিশুর নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।
গতকাল বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা সিজারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান। চিকিৎসক জানিয়েছেন, তিন শিশু ও মা সুস্থ আছেন।
সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ জানান, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি হন।
রুমেনা আক্তার হাসির স্বামী শেখ সাদী জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের বাড়ি মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামে। তবে স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকায় বসবাস করেন তারা। বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে নেত্রকোনা শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে সিজার করা হলে তাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। তিন শিশু ও মা সুস্থ রয়েছেন।
হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা বলেন, ‘তিন নবজাতক শিশু ও তাদের মা সুস্থ রয়েছে। তাদের কোনো সমস্যা নেই। শিশুরা স্বাভাবিকভাবেই মায়ের বুকের দুধ খাচ্ছে। তাদের কারও কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য, যমজ তিন শিশুর এমন নামকরণ এই প্রথম নয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে ডা. মোখলেছুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও যমজ তিন শিশুর জন্ম দেন নুরুন্নাহার বেগম। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদারের স্ত্রী। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।
এর আগে গত শুক্রবার (১৭ জুন) নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে এক সঙ্গে তিন শিশুর জন্ম দেন বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপুর স্ত্রী অ্যানি বেগম। পরে হাসপাতালের চিকিৎসক বেনজির হক পান্না শখ করে তিন সন্তানের নাম রাখেন, ‘স্বপ্ন-পদ্মা-সেতু’।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে গত সোমবার (২০ জুন) বিকেলে ওই বাড়িতে শুভেচ্ছা বার্তা ও উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল, ফল ও মিষ্টিসহ নবজাতক তিন শিশু স্বপ্ন-পদ্মা-সেতুকে এক ভরি ওজনের একটি করে সোনার চেইন পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রোটোকল অফিসার শামীম মুশফিক।
এই খবর প্রকাশের পর জানা যায়, গত বুধবার (১৫ জুন) রাতে একই এলাকায় একটি বেসরকারি হাসপাতালটিতে লাইজু আক্তার নামে এক নারী একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। স্বপ্ন, পদ্মা ও সেতু নামের যে তিনটি শিশুর জন্ম হয় তারা তাদের পাশের কেবিনেই ছিলেন বলে গণমাধ্যমকে জানান লাইজু। তবে তাঁরা চাননি তিন যমজ সন্তান জন্মের বিষয়টির প্রচার হোক। সন্তানদের নামও রেখেছেন পারিবারিকভাবে।
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
১ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
৯ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৪০ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
৪৩ মিনিট আগে