নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রেমিকার সঙ্গে অভিমান করে ময়মনসিংহের নান্দাইলে কীটনাশক (বিষ) পানে জুনায়েদ মিয়া নামে এক তরুণ আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তরুণ উপজেলায় খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, জুনায়েদের (১৭) সঙ্গে পার্শ্ববর্তী মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের এক কিশোরীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর সঙ্গে মনোমালিন্য হয় তার। পরে অভিমান করে দুপুরের দিকে পরিবারের অগোচরে বিষ পান করে।
খবর পেয়ে পরিবারের লোকজন জুনায়েদকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘কাদিরপুর গ্রামের এক মেয়ের সঙ্গে জুনায়েদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সঙ্গে রাগ করে বিষপানে সে আত্মহত্যা করে।’
ইউপি সদস্য রতন মিয়া বলেন, ‘গতকাল ছেলেটি বিষ পান করেছিল, আজ সকালের দিকে হাসপাতালে মারা গেছে। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদকে ফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রেমিকার সঙ্গে অভিমান করে ময়মনসিংহের নান্দাইলে কীটনাশক (বিষ) পানে জুনায়েদ মিয়া নামে এক তরুণ আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত তরুণ উপজেলায় খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, জুনায়েদের (১৭) সঙ্গে পার্শ্ববর্তী মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের এক কিশোরীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীর সঙ্গে মনোমালিন্য হয় তার। পরে অভিমান করে দুপুরের দিকে পরিবারের অগোচরে বিষ পান করে।
খবর পেয়ে পরিবারের লোকজন জুনায়েদকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, ‘কাদিরপুর গ্রামের এক মেয়ের সঙ্গে জুনায়েদের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির সঙ্গে রাগ করে বিষপানে সে আত্মহত্যা করে।’
ইউপি সদস্য রতন মিয়া বলেন, ‘গতকাল ছেলেটি বিষ পান করেছিল, আজ সকালের দিকে হাসপাতালে মারা গেছে। আমি এলাকার বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদকে ফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
১ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
৯ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৪০ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
৪৪ মিনিট আগে