গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পাশ থেকে বড় দুটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে একটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং আরেকটি এক ব্যবসায়ী কেটেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিকেলে গাছ দুটি জব্দ করেছে গৌরীপুর বন বিভাগ।
জানা গেছে, গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর মোড়ের একটি রেইনট্রিগাছ কেটে ফেলেন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান। বন বিভাগ বলছে, গাছটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এদিন একই ইউনিয়নের গাগলার মোড়ে একটি মরা গাছ কেটে ফেলেন স্থানীয় ব্যবসায়ী আন্তাল হক। এটির ডাল-পালা কেটে গোড়া কাটার পর বাধার সম্মুখীন হন তিনি। গাছটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাছগুলো শ্রমিকেরা কাটতে শুরু করেন। সরকারি গাছগুলো কীভাবে কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে তা কেউ জানেন না।
অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। শাহজাহান আমাকে কিছু জানাননি।’
ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ‘রেইনট্রিগাছটি মসজিদে দেওয়ার জন্য কাটা হয়েছে। ইউপি চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানানো হয়নি, পরে জানাব।’
এদিকে সাংবাদিকদের দেখে অভিযুক্ত আন্তাল হক পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর বন বিভাগের মাঠকর্মী মিলন কস্তা বলেন, ‘মরা রেইনট্রিগাছটি জব্দ করা হয়েছে। তবে অপরটি পুরোপুরি কাটতে পারেননি। এগুলো এখন বন বিভাগের জিম্মায় রয়েছে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজখবর নিচ্ছি। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পাশ থেকে বড় দুটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে একটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং আরেকটি এক ব্যবসায়ী কেটেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিকেলে গাছ দুটি জব্দ করেছে গৌরীপুর বন বিভাগ।
জানা গেছে, গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর মোড়ের একটি রেইনট্রিগাছ কেটে ফেলেন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান। বন বিভাগ বলছে, গাছটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এদিন একই ইউনিয়নের গাগলার মোড়ে একটি মরা গাছ কেটে ফেলেন স্থানীয় ব্যবসায়ী আন্তাল হক। এটির ডাল-পালা কেটে গোড়া কাটার পর বাধার সম্মুখীন হন তিনি। গাছটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাছগুলো শ্রমিকেরা কাটতে শুরু করেন। সরকারি গাছগুলো কীভাবে কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে তা কেউ জানেন না।
অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। শাহজাহান আমাকে কিছু জানাননি।’
ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ‘রেইনট্রিগাছটি মসজিদে দেওয়ার জন্য কাটা হয়েছে। ইউপি চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানানো হয়নি, পরে জানাব।’
এদিকে সাংবাদিকদের দেখে অভিযুক্ত আন্তাল হক পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর বন বিভাগের মাঠকর্মী মিলন কস্তা বলেন, ‘মরা রেইনট্রিগাছটি জব্দ করা হয়েছে। তবে অপরটি পুরোপুরি কাটতে পারেননি। এগুলো এখন বন বিভাগের জিম্মায় রয়েছে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজখবর নিচ্ছি। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৫ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৪৩ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে