নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৭ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সংঘর্ষে চলে।
গুরুতর আহত সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের মধ্যে অনেকেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের এএসআই মামুন ইবনে হেলাল, এএসআই শরিফ উদ্দিন, এএসআই আসাদুজ্জামান, পুলিশ সদস্য সাজাদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা কলমাকান্দা সদরের বিএনপি কার্যালয়ে আসতে শুরু করেন। এতে বাধা দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতা-কর্মীরা ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ শহরের দিকে আসতে থাকেন। এ সময় তাঁরা দোকানপাটে হামলা চালান। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করতে গেলে তাঁদের ওপর হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এতে আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী আহত হন। এঁদের মধ্যে সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, ‘আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য গত ২৪ আগস্ট থানায় লিখিতভাবে অনুমতির আবেদন করি। অনুলিপি দিই পুলিশ সুপারের কাছে। কিন্তু আজ অবধি কোনো সাড়া পাইনি। আজ জুমার নামাজের পরে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা পশ্চিম ও পূর্ব দিক থেকে শহরে প্রবেশ করতে থাকেন। প্রথমে পুলিশ গিয়ে বাধা দেয়, হামলা চালায়। পরে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপি নেতা-কর্মীদের ওপর। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে অনুষ্ঠান আর করা হয়নি। এ ঘটনায় আমাদের ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ ঘটনায় মামলা করবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘মামলা করে কী হবে। পুলিশ তো আমাদের মামলা নেবে না। আগেও এমন ঘটনা ঘটেছে তারা মামলা নেয়নি।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ শহরে প্রবেশ করে দোকানপাটে ইটপাটকেল ছোড়েন। রাস্তায় টায়ার জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৭ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়া হয়। বিএনপির নেতা-কর্মীদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৭ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে চার পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সংঘর্ষে চলে।
গুরুতর আহত সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের মধ্যে অনেকেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের এএসআই মামুন ইবনে হেলাল, এএসআই শরিফ উদ্দিন, এএসআই আসাদুজ্জামান, পুলিশ সদস্য সাজাদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলের নেতা-কর্মীরা কলমাকান্দা সদরের বিএনপি কার্যালয়ে আসতে শুরু করেন। এতে বাধা দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতা-কর্মীরা ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ শহরের দিকে আসতে থাকেন। এ সময় তাঁরা দোকানপাটে হামলা চালান। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করতে গেলে তাঁদের ওপর হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এতে আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী আহত হন। এঁদের মধ্যে সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, ‘আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য গত ২৪ আগস্ট থানায় লিখিতভাবে অনুমতির আবেদন করি। অনুলিপি দিই পুলিশ সুপারের কাছে। কিন্তু আজ অবধি কোনো সাড়া পাইনি। আজ জুমার নামাজের পরে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা পশ্চিম ও পূর্ব দিক থেকে শহরে প্রবেশ করতে থাকেন। প্রথমে পুলিশ গিয়ে বাধা দেয়, হামলা চালায়। পরে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিএনপি নেতা-কর্মীদের ওপর। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে অনুষ্ঠান আর করা হয়নি। এ ঘটনায় আমাদের ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ ঘটনায় মামলা করবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘মামলা করে কী হবে। পুলিশ তো আমাদের মামলা নেবে না। আগেও এমন ঘটনা ঘটেছে তারা মামলা নেয়নি।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ শহরে প্রবেশ করে দোকানপাটে ইটপাটকেল ছোড়েন। রাস্তায় টায়ার জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৭ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়া হয়। বিএনপির নেতা-কর্মীদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে