নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগের আগে প্রার্থীর কাছ থেকে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. বাচ্চু মিয়া নামে ম্যানেজিং কমিটির এক সদস্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
আজ মঙ্গলবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর অভিযোগ প্রাপ্তির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগটি হাতে পেয়েছি। এখনো দেখা হয়নি এতে কি আছে। দেখে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী, আয়া ও অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কাল ৮ নভেম্বর জেলার আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই প্রার্থীদের কাছ থেকে ৫-৬ লাখ করে টাকা নিয়ে নিয়েছেন। এখন একটি নাটকীয় নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের পাস করানোর চেষ্টা করবেন। চাকরি প্রার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার বিষয়টি এলাকার জানাজানি হলে নানা আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে কয়েকজন চাকরি প্রার্থীর নাম ও তাদের কাছ থেকে কত টাকা করে নেওয়া হয়েছে সেই পরিমাণও তিনি উল্লেখ করেছেন।
অভিযোগকারী বাচ্চু মিয়া বলেন, ‘এর আগেও বিদ্যালয়ে ঝাড়ুদার ও কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগেও লাখ লাখ টাকা ঘুষ নিয়ে নাটকীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।’
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক বলেন, ‘অভিযোগটি একেবারেই মিথ্যা। পরীক্ষা দিয়ে যারা পাস করবে তাদেরই চাকরি হবে। পরীক্ষার সময় শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই সেখানে থাকবেন। আমাদের পক্ষে তো কাউকে স্বজনপ্রীতি করে চাকরি দেওয়ার সুযোগ নেই।’
ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার জোয়ারদার বলেন, ‘অভিযোগকারী বাচ্চুর শালা চাকরি প্রার্থী। তার দাবি হলো শালাকে যেভাবেই চাকরি দিতেই হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে পরীক্ষায় পাস করতে হয়। কিন্তু তিনি তা মানতে নারাজ। তাই রাগে গিয়ে এমন অভিযোগ দিয়েছেন। আমরা স্বচ্ছভাবে নিয়োগ দিতে বদ্ধপরিকর।’
এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রিম ঘুষ নেওয়ার বিষয়টি আমাকে মৌখিকভাবে অবহিত করেছেন একজন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলব, নিয়োগ পরীক্ষাটা যেন যথাযথভাবে হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে।’
নেত্রকোনার বারহাট্টায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগের আগে প্রার্থীর কাছ থেকে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মো. বাচ্চু মিয়া নামে ম্যানেজিং কমিটির এক সদস্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
আজ মঙ্গলবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. গফুর অভিযোগ প্রাপ্তির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগটি হাতে পেয়েছি। এখনো দেখা হয়নি এতে কি আছে। দেখে এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী, আয়া ও অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কাল ৮ নভেম্বর জেলার আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই প্রার্থীদের কাছ থেকে ৫-৬ লাখ করে টাকা নিয়ে নিয়েছেন। এখন একটি নাটকীয় নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের পাস করানোর চেষ্টা করবেন। চাকরি প্রার্থীদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার বিষয়টি এলাকার জানাজানি হলে নানা আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে কয়েকজন চাকরি প্রার্থীর নাম ও তাদের কাছ থেকে কত টাকা করে নেওয়া হয়েছে সেই পরিমাণও তিনি উল্লেখ করেছেন।
অভিযোগকারী বাচ্চু মিয়া বলেন, ‘এর আগেও বিদ্যালয়ে ঝাড়ুদার ও কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগেও লাখ লাখ টাকা ঘুষ নিয়ে নাটকীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।’
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক বলেন, ‘অভিযোগটি একেবারেই মিথ্যা। পরীক্ষা দিয়ে যারা পাস করবে তাদেরই চাকরি হবে। পরীক্ষার সময় শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই সেখানে থাকবেন। আমাদের পক্ষে তো কাউকে স্বজনপ্রীতি করে চাকরি দেওয়ার সুযোগ নেই।’
ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার জোয়ারদার বলেন, ‘অভিযোগকারী বাচ্চুর শালা চাকরি প্রার্থী। তার দাবি হলো শালাকে যেভাবেই চাকরি দিতেই হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে পরীক্ষায় পাস করতে হয়। কিন্তু তিনি তা মানতে নারাজ। তাই রাগে গিয়ে এমন অভিযোগ দিয়েছেন। আমরা স্বচ্ছভাবে নিয়োগ দিতে বদ্ধপরিকর।’
এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রিম ঘুষ নেওয়ার বিষয়টি আমাকে মৌখিকভাবে অবহিত করেছেন একজন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলব, নিয়োগ পরীক্ষাটা যেন যথাযথভাবে হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে