আর্মড পুলিশের এসআইয়ের বিরুদ্ধে তরুণীকে অপহরণের মামলা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২২, ২১: ৫৪

ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষক আল হেলাল উদ্দিনের বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে অপহৃত স্কুলছাত্রীর বড় ভাই এহসানুল হক বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি অপহরণ মামলা করেছেন। 

মামলার অভিযোগ, থানা-পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলা এলাকার আব্দুল মান্নান আকন্দের মেয়ে সাদিয়া আফরিন শিমু (১৭)। সে সময় ২য় আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে কর্মরত এসআই আল হেলাল উদ্দিন ওই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পাঠ দান করতেন। তখন ওই শিক্ষার্থীকে বিশেষ যত্নসহকারে পড়াতে গিয়ে শিক্ষক ও ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত হেলাল উদ্দিনের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়। একপর্যায়ে ওই স্কুলছাত্রীর পরিবার হেলালের বিরুদ্ধে এপিবিএনের সদর দপ্তরে অভিযোগ করলে কিছুদিন আগে তাঁকে মুক্তাগাছা থেকে বদলি করে ১৬ এপিবিএন টেকনাফে পাঠানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত হেলাল গত বুধবার সকালে তাঁর ওই তরুণী সাদিয়া আফরিন শিমুকে নিজ বাড়ির সামনে থেকে একটি সিএনজিতে করে অপহরণ করে। এ ঘটনায় তরুণীর বড় ভাই এহসানুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা থানায় অপহরণ মামলা করেন। 

তরুণীর পরিবারের দাবি, তাঁকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে এসআই হেলাল। তাঁরা দ্রুত তরুণীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

এই ঘটনার পর অভিযুক্ত এসআই আল-হেলালের স্ত্রী কিংবা পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে পরিবারের কেউ এখন আর মুক্তাগাছায় থাকেন না। 

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় তরুণীর বড় ভাই বাদী হয়ে থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর রয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত