নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় মো. কাইয়ুম (২৯) নামের এক অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাঁদের দেওয়া তথ্যে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়। আজ শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার নেত্রকোনার কেন্দুয়া, সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের মো. বাবুল হোসেন (২৮), সুনামগঞ্জের ধর্মপাশার হলিদাকান্দা গ্রামের ইয়াছিন মিয়া (২৯) ও একই উপজেলার চাঁনপুর গ্রামের মো. আমির হোসেন (৩২)। আজ নিহত অটোরিকশা চালক মো. কাইয়ুম ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামের মৃত আরব আলীর ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত ৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে সড়কের পাশে গলায় দড়ি প্যাঁচানো হাত–পা বাঁধা অবস্থায় অটোচালক কাইয়ুমের লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে লাশটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি কাইয়ুমের বলে শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪ এর একটি দল।
তদন্তে জানা যায়, নিহত কাইয়ুম (২৯) গত ৫ মার্চ সকাল অনুমান সাড়ে ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি হতে বের হয়ে যায়। রাতে কাইয়ুম বাড়ি না ফেরায় এবং তার মোবাইল বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন চার দিকে খোঁজাখুঁজি শুরু করে। তদন্তের সূত্র ধরে র্যাব-১৪ একটি টিম গত ৯ মার্চ বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে হত্যাকাণ্ডের মূল হোতা মো. বাবুল হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, তিনিসহ আরও ২–৩ জন কাইয়ুমকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে মো. বাবুল মিয়াসহ আরও ২–৩ জন আসামি ছিনতাই করা অটোরিকশাটি পাশের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মো. নিজাম উদ্দিনের পুত্র মো. ইয়াছিন মিয়ার (২৯) কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। ইয়াসিন আবার এই অটোরিকশাটি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটিলালপুর গ্রামের সুমন মিয়ার পুত্র মো. ফাজিল মিয়ার (৩৫) কাছে ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। ফাজিল সেই অটোরিকশা একই উপজেলার চাঁনপুর গ্রামের মহাজ উদ্দিনের পুত্র আমির হোসেনের (৩৩) কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেন। আমির উক্ত অটোরিকশাটি পুনরায় কিবরিয়ার (৩২) কাছে ৭২ হাজার টাকায় বিক্রি করেন।
র্যাব-১৪ এর অভিযানকারী দলটি কাইয়ুম হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন এবং ধৃত আসামি মো. বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে আসামি ইয়াছিন মিয়াকে এবং জামালগঞ্জ থেকে আসামি মো. আমির হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। পরবর্তীতে আমির হোসেনের দেওয়া তথ্য মতে একই উপজেলার কিবরিয়ার দোকান হতে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মো. বাবুল মিয়া এবং ইয়াছিনের নামে আরও অটোরিকশা চুরিসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে কাইয়ুম হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলার আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনার আটপাড়ায় মো. কাইয়ুম (২৯) নামের এক অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাঁদের দেওয়া তথ্যে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়। আজ শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার নেত্রকোনার কেন্দুয়া, সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের মো. বাবুল হোসেন (২৮), সুনামগঞ্জের ধর্মপাশার হলিদাকান্দা গ্রামের ইয়াছিন মিয়া (২৯) ও একই উপজেলার চাঁনপুর গ্রামের মো. আমির হোসেন (৩২)। আজ নিহত অটোরিকশা চালক মো. কাইয়ুম ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামের মৃত আরব আলীর ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, গত ৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে সড়কের পাশে গলায় দড়ি প্যাঁচানো হাত–পা বাঁধা অবস্থায় অটোচালক কাইয়ুমের লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে লাশটি অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি কাইয়ুমের বলে শনাক্ত করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪ এর একটি দল।
তদন্তে জানা যায়, নিহত কাইয়ুম (২৯) গত ৫ মার্চ সকাল অনুমান সাড়ে ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি হতে বের হয়ে যায়। রাতে কাইয়ুম বাড়ি না ফেরায় এবং তার মোবাইল বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন চার দিকে খোঁজাখুঁজি শুরু করে। তদন্তের সূত্র ধরে র্যাব-১৪ একটি টিম গত ৯ মার্চ বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে হত্যাকাণ্ডের মূল হোতা মো. বাবুল হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, তিনিসহ আরও ২–৩ জন কাইয়ুমকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে মো. বাবুল মিয়াসহ আরও ২–৩ জন আসামি ছিনতাই করা অটোরিকশাটি পাশের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মো. নিজাম উদ্দিনের পুত্র মো. ইয়াছিন মিয়ার (২৯) কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। ইয়াসিন আবার এই অটোরিকশাটি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটিলালপুর গ্রামের সুমন মিয়ার পুত্র মো. ফাজিল মিয়ার (৩৫) কাছে ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। ফাজিল সেই অটোরিকশা একই উপজেলার চাঁনপুর গ্রামের মহাজ উদ্দিনের পুত্র আমির হোসেনের (৩৩) কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেন। আমির উক্ত অটোরিকশাটি পুনরায় কিবরিয়ার (৩২) কাছে ৭২ হাজার টাকায় বিক্রি করেন।
র্যাব-১৪ এর অভিযানকারী দলটি কাইয়ুম হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন এবং ধৃত আসামি মো. বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে আসামি ইয়াছিন মিয়াকে এবং জামালগঞ্জ থেকে আসামি মো. আমির হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। পরবর্তীতে আমির হোসেনের দেওয়া তথ্য মতে একই উপজেলার কিবরিয়ার দোকান হতে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মো. বাবুল মিয়া এবং ইয়াছিনের নামে আরও অটোরিকশা চুরিসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে কাইয়ুম হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলার আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে