হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরী কাম দপ্তরি রিপন চন্দ্র হুড়ের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌর শহরের হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রিপন চন্দ্র হুড়ের বাড়ি পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামে। তিনি মৃত সুবোধ চন্দ্র হুড়ের ছেলে।
নিহতের পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর ধরে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে চাকরি করছেন রিপন। তাঁর মেয়ে অর্না একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। গতকাল রোববার সন্ধ্যায় তিনি ময়মনসিংহে যাবেন বলে বিদ্যালয়ের চাবি স্ত্রীর কাছে রেখে যান। পরদিন (আজ সোমবার) মেয়েকে বিদ্যালয়ের রুমের তালা খোলার কথা বলে যান।
বাবার কথামতো মেয়েটি বিদ্যালয়ের তালা খুলতে যায়। একপর্যায়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষের দরজা খোলার পর বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে। তবে পরিবার থেকে অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বলেন, দুঃখজনক একটি ঘটনা। সকালে মেয়ে এসে শ্রেণিকক্ষের তালা খুলে ভেতরে রিপনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী সম্পা রানী বলেন, ‘রিপন ঋণগ্রস্ত থাকায় কিছুদিন ধরে হতাশায় থাকতেন। এ থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।’
এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা () সুমন চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরী কাম দপ্তরি রিপন চন্দ্র হুড়ের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌর শহরের হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রিপন চন্দ্র হুড়ের বাড়ি পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামে। তিনি মৃত সুবোধ চন্দ্র হুড়ের ছেলে।
নিহতের পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর ধরে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি পদে চাকরি করছেন রিপন। তাঁর মেয়ে অর্না একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। গতকাল রোববার সন্ধ্যায় তিনি ময়মনসিংহে যাবেন বলে বিদ্যালয়ের চাবি স্ত্রীর কাছে রেখে যান। পরদিন (আজ সোমবার) মেয়েকে বিদ্যালয়ের রুমের তালা খোলার কথা বলে যান।
বাবার কথামতো মেয়েটি বিদ্যালয়ের তালা খুলতে যায়। একপর্যায়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষের দরজা খোলার পর বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে। তবে পরিবার থেকে অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বলেন, দুঃখজনক একটি ঘটনা। সকালে মেয়ে এসে শ্রেণিকক্ষের তালা খুলে ভেতরে রিপনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী সম্পা রানী বলেন, ‘রিপন ঋণগ্রস্ত থাকায় কিছুদিন ধরে হতাশায় থাকতেন। এ থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন।’
এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা () সুমন চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে