জনতার তোপের মুখে ফিরে এল র‍্যাব, আ.লীগ নেতা পরে পুলিশের হাতে গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি 
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ২৩: ০৭
Thumbnail image
আওয়ামী লীগ নেতা আওলাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

শেরপুরে র‍্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আওলাদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সদর উপজেলার ভাতশালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন বেলা ৩টার দিকে র‍্যাব-১৪-এর একটি দল আওলাদুল ইসলামকে গাজীরখামার ইউনিয়ন পরিষদ ভবন থেকে গ্রেপ্তার করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। একপর্যায়ে আওলাদুলকে স্থানীয় এলাকাবাসী ছিনিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদের পেছন দিয়ে পালাতে সহায়তা করে।

পরে এর দুই ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে আওলাদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আওলাদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় জনতা। ছবি: আজকের পত্রিকা
আওলাদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় জনতা। ছবি: আজকের পত্রিকা

গ্রেপ্তার আওলাদুল ইসলাম (৪৫) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। তিনি একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত আজম আলী মণ্ডলের ছেলে। শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী মাহবুব হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের হত্যা মামলার আসামিকে র‍্যাব ধরতে গেলে চেয়ারম্যানের চিৎকারে তাঁর লোকজন জড়ো হয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই অবস্থায় র‍্যাব ও জনতার সংঘর্ষ হওয়ার শঙ্কার হওয়ায় জননিরাপত্তা কথা বিবেচনা করে র‍্যাব চলে আসে।

স্থানীয় জনতার সহায়তায় আওয়ামী লীগ নেতা পালিয়ে যান। ছবি: আজকের পত্রিকা
স্থানীয় জনতার সহায়তায় আওয়ামী লীগ নেতা পালিয়ে যান। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিতায় হত্যা মামলার আসামি আওলাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুব হত্যার ঘটনায় আওলাদুলসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করে সদর থানায় মামলা করেন মাহবুবের মা মাফুজা খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত