ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় কবর খুঁড়ে তুলে আনা মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা কবর থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তাঁরা বিভিন্ন এলাকায় গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মুক্তাগাছা পৌরসভা গেইটের সামনে বস্তায় করে কঙ্কাল নিয়ে পাচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তাদের কাছে থাকা বস্তায় মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তাদের গ্রেপ্তার করে।
এদিকে বেশ কিছুদিন ধরেই মুক্তাগাছার বিভিন্ন গোরস্থান থেকে কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটছিল। গ্রেপ্তারকৃতদের বহন করা বস্তায় দুজন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪ টি, পাজরের হাড় ৩০ টি, কোমড়ের হাড় ৪ টি, মেরুদন্ডের নিচের হাড় ২ টি, কাঁধের হাড় ৪ টি, থুতনী/চোয়ালের হাড় ২ টি, মেরুদন্ডের হাড়/কশোরুকা ৩২ টি, হাত ও পায়ের আঙ্গুলের হাড় ২২ টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি হাড় পাওয়া যায়। তারা বস্তায় করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যরা কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত আন্তজেলা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছায় কবর খুঁড়ে তুলে আনা মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা কবর থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তাঁরা বিভিন্ন এলাকায় গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মুক্তাগাছা পৌরসভা গেইটের সামনে বস্তায় করে কঙ্কাল নিয়ে পাচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তাদের কাছে থাকা বস্তায় মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তাদের গ্রেপ্তার করে।
এদিকে বেশ কিছুদিন ধরেই মুক্তাগাছার বিভিন্ন গোরস্থান থেকে কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটছিল। গ্রেপ্তারকৃতদের বহন করা বস্তায় দুজন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪ টি, পাজরের হাড় ৩০ টি, কোমড়ের হাড় ৪ টি, মেরুদন্ডের নিচের হাড় ২ টি, কাঁধের হাড় ৪ টি, থুতনী/চোয়ালের হাড় ২ টি, মেরুদন্ডের হাড়/কশোরুকা ৩২ টি, হাত ও পায়ের আঙ্গুলের হাড় ২২ টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি হাড় পাওয়া যায়। তারা বস্তায় করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যরা কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত আন্তজেলা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সড়কের উপরিভাগের কোথাও ছোট-বড় গর্ত, আবার কোথাও উঠে গেছে পিচ। কোথাও পিচ জড়ো হয়ে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবি। অসহনীয় ধুলার যন্ত্রণার মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও যাত্রী-সাধারণ। এ চিত্র যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকার। শুধু এ স্থানই নয়; এই সড়কের যশোর অংশের ১০ কিলোমিটারই বেহাল।
১ মিনিট আগেগুরুত্বপূর্ণ বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কে যান চলাচলের জন্য গাজীপুরের শ্রীপুরে মাটিকাটা নদীতে রয়েছে সরু একটি সেতু। তবে বরমী বাজারের পাশের এ সেতুতে দুটি গাড়ি পাশাপাশি যেতে না পারায় দুই প্রান্তে সব সময় যানজট লেগেই থাকে।
১৩ মিনিট আগেচট্টগ্রাম নগরের নতুন ব্রিজ মোড় থেকে টাইগারপাস পর্যন্ত ১৭ নম্বর রুটে বৈধ-অবৈধ মিলিয়ে সাড়ে ৩ শ অটোটেম্পো চলাচল করে। দীর্ঘ সময় ধরে এগুলো নিয়ন্ত্রণ করছে চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। বিভিন্ন সময় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও ৫ আগস্ট পর্যন্ত তাঁদের কিছুই হয়নি।
১৬ মিনিট আগেমাসিক ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছেন স্নাতকোত্তর (পোস্টগ্র্যাজুয়েট) অধ্যয়নরত শিক্ষানবিশ চিকিৎসকেরা। গতকাল রোববার তাঁরা শাহবাগ অবরোধ করেন। পরে কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
২২ মিনিট আগে