হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুকুরের মাঝে পোকা মারার তৈরি ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. জালাল উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামের মৃত ইব্রাহিম খানের পুত্র তিনি। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবসর নেন।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে পাশে থাকা পুকুরের মাঝে বৈদ্যুতিক লাইট লাগিয়ে পোকা মারার ফাঁদ পাতেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় সে আলো জ্বালিয়ে রাখা হয়। ফাঁদে আসা পোকা পানিতে পড়ে। এতে মাছের খাবার জোগান হয়। প্রতিদিনের মতো আজ শনিবার দুপুরে মো. জালাল উদ্দিন পুকুর দেখতে যান।
একটি লাইটে সমস্যা থাকায় সেটি সরাতে চাইলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনা নিশ্চিত করেছেন বিলডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবজাল হোসেন খান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট থানার এসআই মো. সাইফুজ্জামান। তিনি জানান, সুরতহাল করে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিলডোরা ইউপি চেয়ারম্যান সাবজাল হোসেন খান বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুকুরের মাঝে পোকা মারার তৈরি ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. জালাল উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামের মৃত ইব্রাহিম খানের পুত্র তিনি। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে অবসর নেন।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে পাশে থাকা পুকুরের মাঝে বৈদ্যুতিক লাইট লাগিয়ে পোকা মারার ফাঁদ পাতেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় সে আলো জ্বালিয়ে রাখা হয়। ফাঁদে আসা পোকা পানিতে পড়ে। এতে মাছের খাবার জোগান হয়। প্রতিদিনের মতো আজ শনিবার দুপুরে মো. জালাল উদ্দিন পুকুর দেখতে যান।
একটি লাইটে সমস্যা থাকায় সেটি সরাতে চাইলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এ ঘটনা নিশ্চিত করেছেন বিলডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবজাল হোসেন খান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট থানার এসআই মো. সাইফুজ্জামান। তিনি জানান, সুরতহাল করে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিলডোরা ইউপি চেয়ারম্যান সাবজাল হোসেন খান বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১১ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২৩ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৪৩ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১ ঘণ্টা আগে