মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবিদা (১৪)।
আবিদা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে মদন হাসপাতালে যান। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদাকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দেয়। পরে আবিদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ—বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।
আবিদাকে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগ পেয়েছেন উল্লেখ করে দায়িত্বরত ডাক্তার রিফাত সাঈদ বলেন, ‘কোনো নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সকল নার্সদের সর্তক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
নেত্রকোনায় এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে জেলার মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবিদা (১৪)।
আবিদা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে মদন হাসপাতালে যান। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদাকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দেয়। পরে আবিদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়েকে পর পর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে, তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।’
ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ—বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে।
আবিদাকে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগ পেয়েছেন উল্লেখ করে দায়িত্বরত ডাক্তার রিফাত সাঈদ বলেন, ‘কোনো নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছে তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।’
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সকল নার্সদের সর্তক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৪ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৯ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে