নেত্রকোনায় টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ, থানায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার বারহাট্টায় গোপনে বিক্রয় করা টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় টিসিবি চালের ডিলার ও ক্রেতার বিরুদ্ধে মামলা করছে প্রশাসন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চিরাম ইউপি কার্যালয় ও পার্শ্ববর্তী বামনগাঁও গ্রামের সমুজ মিয়ার বাড়ি থেকে ওই চাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চাল থানার গুদামে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার চিরাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কার্ডধারীদের টিসিবি পণ্য চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়। পরে ১১৪টি বস্তা চাল (প্রতি বস্তা ৫০ কেজি) বামনগাঁও গ্রামের একটি বাড়িতে নিয়ে রাখা হয়।

বারহাট্টায় টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ।খবরে ইউএনও ফারজানা আক্তার ববি অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। সেই সঙ্গে চিরাম ইউনিয়ন পরিষদে থাকা বিতরণ না হওয়া ৩৪ বস্তা চালও জব্দ করে থানায় নিয়ে যান ইউএনও।

বারহাট্টা থানা-পুলিশের এসআই আবু সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন মামলার অভিযোগ লেখা হচ্ছে। মামলা দায়েরের পর আসামিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

ইউএনও ফারজানা আক্তার ববি আজকের পত্রিকাকে বলেন, ‘জব্দ চালের ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। এতে ডিলার ও ক্রেতাকে আসামি করা হবে। তবে ঘটনা তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।’ তবে ডিলার ও ক্রেতার নাম জানাতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত