ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে কবুতর চুরির অপবাদে হৃদয় (১৩) নামে এক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত হৃদয় বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই কিশোরের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হৃদয় ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামের পাল্লা শেখের বাড়ির মো. জলিল উদ্দিনের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার দিবাগত মধ্যরাতে কাজ শেষ করে হৃদয় সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনসহ কয়েকজন তার পথ আটকে দেন এবং ভুক্তভোগীকে কবুতর চুরির অপবাদ দিয়ে দোষারোপ শুরু করেন। তাদের এ অপবাদের প্রতিবাদ করলে জামাল উদ্দিনসহ তার সহযোগীরা হৃদয়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে অজ্ঞাত কয়েকজনসহ জামাল উদ্দিনের বাড়ির সামনে একটি বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হৃদয়কে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দিন বলেন, ‘হৃদয়কে হাতে নাতে আটক করি। পরে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করেছে।’
এ বিষয়ে কিশোর হৃদয়কে নির্যাতনের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি হৃদয় কাজ শেষে বাড়ি ফেরার পথে জামাল উদ্দিনের বাড়ির সামনে গেলে তাকে কবুতর চোর সন্দেহে মারধর করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে কবুতর চুরির অপবাদে হৃদয় (১৩) নামে এক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত হৃদয় বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই কিশোরের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেন।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হৃদয় ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়া ধলা গ্রামের পাল্লা শেখের বাড়ির মো. জলিল উদ্দিনের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার দিবাগত মধ্যরাতে কাজ শেষ করে হৃদয় সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনসহ কয়েকজন তার পথ আটকে দেন এবং ভুক্তভোগীকে কবুতর চুরির অপবাদ দিয়ে দোষারোপ শুরু করেন। তাদের এ অপবাদের প্রতিবাদ করলে জামাল উদ্দিনসহ তার সহযোগীরা হৃদয়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে অজ্ঞাত কয়েকজনসহ জামাল উদ্দিনের বাড়ির সামনে একটি বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হৃদয়কে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দিন বলেন, ‘হৃদয়কে হাতে নাতে আটক করি। পরে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করেছে।’
এ বিষয়ে কিশোর হৃদয়কে নির্যাতনের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি হৃদয় কাজ শেষে বাড়ি ফেরার পথে জামাল উদ্দিনের বাড়ির সামনে গেলে তাকে কবুতর চোর সন্দেহে মারধর করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
১৯ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
৩৫ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
৩৮ মিনিট আগে