ফুলপুরে কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ১৬: ২৯

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কলেজছাত্র রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন কলেজের ছাত্র-ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা। 

বিক্ষোভ মিছিলের সময় ফুলপুর থানা–পুলিশ উপস্থিত ছিল।  মিছিল শেষে ফুলপুর ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে রায়হান মোস্তাকীমের হত্যাকারীদের ফাঁসির দাবি তুলে রায়হানের ছোট ভাই আরাফাত, কলেজছাত্র সংগ্রাম, হুমায়ুন কবির সবুজ, রায়হানের নানি কমলা খাতুন প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 
 
এ সময় বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। বক্তব্যের সময় উপস্থিত ছিলেন রায়হানের খালা মাহমুদা, ভাই মিজানুর রহমান, সোহাগ, কলেজছাত্র নেতা সাদেক, মোস্তাকীম, নাঈম, নোমান, তারিন, লিজা, সালমা, সাবিনা প্রমুখ। 

উল্লেখ্য, ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে শনিবার রাতে আবু রায়হান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের জিন্নত আলীর ছেলে আরাফাত (১০) গত শুক্রবার বিকেলে মোরশেদ আলীর ছেলে চাচাতো ভাই তাসকিনের (৭) পায়ে ওপর বাইসাইকেলের চাকা উঠিয়ে দেয়। এ নিয়ে দুই শিশুর মধ্যে কথা-কাটাকাটি হলে বড়রা বিষয়টি মিটিয়ে দেন। 

কলেজছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন কলেজের শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকাপরদিন দুই শিশুর পরিবারের নারীরা ঝগড়ায় লিপ্ত হলে উভয় পক্ষের সংঘর্ষে ফুলপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইন্নছ আলীর ছেলে রায়হান মিয়াসহ (১৮) দুই পরিবারের ৬ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান। 

সংঘর্ষের ঘটনায় পুলিশ দুই পক্ষের আবুল কাশেম ও ইন্নছ আলী নামের দুজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে প্রতিপক্ষের ৯ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা করেছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত